skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollরবীন্দ্র যুগের প্রাচীন গাছ কাটার অভিযোগ
Visva Bharati University

রবীন্দ্র যুগের প্রাচীন গাছ কাটার অভিযোগ

বিশ্বভারতীর বিরুদ্ধে পথে স্থানীয় বাসিন্দারা

Follow Us :

বোলপুর: এবার বিশ্বভারতীর চত্বর রতনপল্লিতে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের বহু পুরাতন গাছ কাটার অভিযোগ। গাছ রক্ষার দাবিতে শান্তিনিকেতনের রতনপল্লি থেকে মিছিল করে বিশ্বভারতীর উপাচার্য সঞ্জয় মল্লিককে ডেপুটেশন দিলেন এলাকার মানুষ।

সদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের পীঠস্থান বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। এই স্বীকৃতি পাওয়ার পর আলাদা মাত্রা পেয়েছে শান্তিনিকেতন। কিন্তু কাকতালীয়ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের লাগানো বহু গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। সমস্তটাই প্ল্যান্মাফিক হয়েছে এমনটাই অভিযোগ তুলে আগেই ফেসবুকে পোস্ট করেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর। প্রশ্ন উঠছে, এত বহু পুরাতন গাছ কী করে কাটতে পারে, সেই নিয়ে ক্ষুব্ধ শান্তিনিকেতন ও বোলপুর এলাকার মানুষরা।

আরও পড়ুন: মার্চের প্রথম সপ্তাহে তিনবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী

এরপরেই শুক্রবার শান্তিনিকেতন এলাকার মানুষজন গাছ রক্ষার দাবিতে শান্তিনিকেতনে রতনপল্লি থেকে শুরু করে একটি মিছিল করেন। পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্য সঞ্জয় মল্লিককে একটি ডেপুটেশনও জমা দেন তাঁরা। একইসঙ্গে বোলপুর বন দফতরকেও একটি ডেপুটেশন দেওয়া হয় গাছ রক্ষার দাবিতে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular