Tuesday, November 25, 2025
HomeScrollচাকরি দেওয়ার নামে দলেরই নেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ

চাকরি দেওয়ার নামে দলেরই নেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ

বারাসত: চাকরি দেওয়ার নামে বিজেপি নেত্রীর থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ দলেরই এক নেতার বিরুদ্ধে। কিন্তু সেই চাকরি আর দেওয়া হয়নি, উলটে সেই টাকা ফেরতও দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী। গ্রেফতার করা হয় ওই বিজেপি নেতাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বারাসতের আমডাঙা এলাকায়। ধৃত ওই বিজেপি নেতার নাম হরিয়ম বাল্মিকী। রবিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, বারাসতের আমডাঙ্গার এক বিজেপি নেত্রীর সঙ্গে পরিচয় হয় হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর এলাকার বিজেপি নেতা হরিয়ম বাল্মিকীর। জানা গিয়েছে, তিনি বিজেপির এসসি সেলের রাজ্য কমিটির সদস্য ছিলেন। দুজনেই একই দল করায় তাদের সখ্যতাও ছিল ভালো। এরপরই ওই বিজেপি নেত্রীকে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছিল হরিয়ম, এমনটাই অভিযোগ করেছেন তিনি। চাকরি দেওয়ার নাম করে মহিলার কাছে ১ লক্ষেরও বেশি টাকা দাবি করেন অভিযুক্ত হরিয়ম। এরপর বহু দিন পেড়িয়ে গেলেও কোনও খোঁজ না মেলায়, অবশেষে ৬ জুন অভিযোগ দায়ের করেন তিনি। আমডাঙা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রতারিত মহিলা।

আরও পড়ুন : আসানসোলে গ্রামবাসীদের লক্ষ্য করে চলল গুলি, অধরা দুষ্কৃতীরা

ঘটনার অভিযোগের পর থেকেই পুলিশ এই ব্যাক্তির খোঁজ চালাচ্ছিল। পরে শনিবার রাতে হাওড়ার মানিকপুর এলাকায় পুলিশি অভিযান চলাকালীন পুলিশ গ্রেফতার করে প্রতারক বিজেপি নেতাকে। পুলিশ সূত্রে খবর, এদিন বারাসত আদালতে তোলা হয় ধৃত বিজেপি নেতাকে। ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে আমডাঙ্গা থানার পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News