কলকাতা: এবার হ্যাক (Hack) করা হল রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হোয়াটসঅ্যাপ। সে কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন রাজ্যের খোদ বাবুল সুপ্রিয়ই। শুক্রবার এই বিষয়ে তিনি জানান, হোয়াটস্অ্যাপে (Whatsapp Hacked) একটি ভুয়ো লিঙ্ক পাঠানো হয় তাঁকে। সেখানে ক্লিক করতেই হ্যাক হয়। এর পর আচমকাই নিজে থেকেই মেসেজিং অ্যাপ থেকে প্রায় ২০০ জনের কাছে মেসেজ চলে যায় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তাঁর ফোনে এটি লিঙ্ক এসেছিল। ক্লিক করতেই দেখানো হল ৮৮ জনকে মেসেজ পাঠানো হচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে ওই লিঙ্ক বন্ধ করতে দেখি আমার হোয়াটসঅ্যাপ থাকা প্রায় ২০০ জনের কাছে ওই লিঙ্ক চলে গিয়েছে। কিছু গন্ডগোল হচ্ছে বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে দিই। এরপর কম্পিউটারের সাহায্যে ফোন রিসেট করে ফের ফোন চালু করি। তবে এখনও বোঝা মুশকিল যে ঠিক কি হয়েছিল। এখনও ফোন ঠিক হয়েছে কি না, তাও ছিক বুঝতে পারছি না।
আরও পড়ুন: Kolkata Metro: দোল ও হোলির দিন মেট্রোর সময়সূচি বদল, দেখে নিন
যদিও এই বিষয়ে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যেই তিনি কয়েক জন পুলিশ আধিকারিকের সঙ্গে কথাও বলে জানান তিনি। তিনি জানান, হ্যাকিংয়ের পর যাঁদের কাছে মেসেজ গিয়েছে, তাঁদের সাবধান করতে একটি স্টেটাস দিয়েছেন। সেখানে তাঁর ফোন যে হ্যাক হয়েছে, সে কথা উল্লেখ করেছেন বলে জানান বাবুল।