কলকাতা: ফেসবুকে বিস্ফোরক পোস্টের পর এবার প্রাণহানির আশঙ্কা করলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। বুধবার তিনি বলেন, যতদিন না আমার নিরাপত্তা বাড়ানো হচ্ছে, ততদিন আমি বলাগড়ে যাব না। আমি প্রাণহানির আশঙ্কা করছি। হুগলির জেলা পরিষদ সদস্য রুনা খাতুন দাস এবং তাঁর স্বামী অরিজিত দাস আমাকে প্রাণে মারার চেষ্টা করছেন।
বিধায়ক আরও বলেন, ওঁরা বালি, চাল, মাটি চুরি করেন। গাঁজা পাচার করেন। সেই সব আটকেছি বলেই আমার উপর ওই দুজনের আক্রোশ। দলের নেতাদের জানিয়েছি। নেতারা কোনও ব্যবস্থা নেননি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জানাননি, প্রশ্ন করা হলে বিধায়ক বলেন, তাঁকে এত বড় রাজত্ব চালাতে হচ্ছে। এখনই তাঁকে এই বিষয়ে বলা ঠিক নয়।
আরও পড়ুন: পুলিশের হাতে নিগৃহীত হয়ে অসুস্থ পুরসভার অস্থায়ী কর্মী
এদিকে যাঁর বিরুদ্ধে বিধায়কের ভূরি ভূরি অভিযোগ, সেই জেলা পরিষদ সদস্য রুনা বলেন, আমি জানতে পারলাম, সোশ্যাল মিডিয়ায় বিধায়ক আমার বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য করেছেন। আমি দলের নেতাদের সব জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই আমি মাথা পেতে মেনে নেব।
এদিনই বলাগড়ের দলিত বিধায়ক মনোরঞ্জন সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন। তাতে অবশ্য তিনি রুনা কিংবা তাঁর স্বামীর নাম করেননি। তবে বুঝিয়ে দিয়েছেন, তাঁর আক্রমণের নিশানায় ওই দম্পতি। বিধায়ক জানান, ৭ জানুয়ারি রাত আটটায় ফেসবুক লাইভ করে শেষ জবাব দেবেন তিনি। আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করবেন। বলাগড়ে কদাকার রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন বিধায়ক। তিনি লিখেছেন, গত দুই তিন বছর ধরে অনেক সহ্য করেছি। আর নয়। এবার শেষ দেখে ছাড়ব। হয় এসপার, নয় ওসপার।