Sunday, August 3, 2025
Homeরাজ্যতারকা প্রচারকারীর তালিকা থেকে শিন্ডে-পাওয়ারকে ছাঁটতে বাধ্য হল বিজেপি   
Maharashtra BJP

তারকা প্রচারকারীর তালিকা থেকে শিন্ডে-পাওয়ারকে ছাঁটতে বাধ্য হল বিজেপি   

নতুন তালিকা জমা দিয়েছে বিজেপি, কিন্তু তাতে জৌলুস কিছুটা কম

Follow Us :

মুম্বই: মহারাষ্ট্রে (Maharasthra) তারকা প্রচারকারীর তালিকা থেকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) নাম বাদ দিতে বাধ্য হল বিজেপি (BJP)। ওই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (CEO) বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দেন, তারকা প্রচারকারী শুধুমাত্র দলের থেকেই হতে পারবে, অন্য দলের নয়। এই মর্মে মহারাষ্ট্রের সমস্ত জেলাশাসক এবং জেলা নির্বাচনী অফিসারকে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, ১৯৫০ সালের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী তারকা প্রচারকারী শুধুমাত্র সংশ্লিষ্ট দলেরই হতে হবে।

আরও পড়ুন: প্রচারে অংশ নিতে অন্তর্বর্তী জামিনের আবেদন মণীশ সিসোদিয়ার

ফলত, কমিশনে নতুন করে তারকা প্রচারকারীর তালিকা জমা দিয়েছে বিজেপি, কিন্তু তাতে জৌলুস কিছুটা কম। মহারাষ্ট্রে বিজেপি এবং শিন্ডে গোষ্ঠীর শিবসেনা (Shiv Sena) অন্য দলের হেভিওয়েট নেতাদের নিজেদের দলের তারকা প্রচারকারী হিসেবে বেছে নিয়েছিল। শিবসেনার তালিকায় নাম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। উল্টোদিকে বিজেপি শিন্ডে এবং পাওয়ারের নাম ঘোষণা করেছিল। এতে আপত্তি দলে এনসিপি-র শরদ পাওয়ার (Sharad Pawar) গোষ্ঠী।

নির্বাচন কমিশনে তারা অভিযোগ জানায়, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট-এর ৭৭ নম্বর ধারা লঙ্ঘন করছে শিবসেনা ও বিজেপি। এরপরেই সক্রিয় হয় কমিশন এবং ব্যবস্থা নেয়। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ৪০ জনের সংশোধিত তারকা প্রচারকারীর নাম কমিশনে পাঠান বিজেপির সর্বভারতীয় সম্পাদক অরুণ সিং। প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দফায় ভোটগ্রহণ চলবে মহারাষ্ট্রে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39