কলকাতা: সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন। অফিস যাওয়ার সময় কিছুটা সমস্যায় পড়লেও নিত্যযাত্রীরা আশা করেছিলেন ফেরাটা নির্বিঘ্নে হবে। কিন্তু সে গুড়ে বালি! তৃণমূল-বিজেপির জোড়া কর্মসূচির জেরে ঘেঁটে ঘ শহর কলকাতার গণপরিবহণ ব্যবস্থা। সকাল থেকে চুপচাপ থাকলেও বিকেল ৩টে নাগাদ বিধাননগরে রেল অবরোধ করে বিজেপি। বহু কর্মী-সমর্থক রেললাইনে বসে পড়েন। থমকে যায় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন শিয়ালদহ উত্তর শাখার বহু মানুষ।
এদিকে তৃণমূলের আজকের কর্মসূচি পূর্ব ঘোষিত। আনিস খানের মৃত্যুকে নিয়ে সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের সরকারবিরোধী ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে দিন কয়েক আগেই কলকাতার রাজপথে মহামিছিল করার কথা ঘোষণা করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন দুপুর ২টো ৫০-এ রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল যাওয়ার কথা গান্ধী মূর্তির পাদদেশে। তৃণমূলের এই মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে মধ্য কলকাতার একটা বড় অংশ।
ধর্মতলা চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাস-ট্যাক্সি চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। কলকাতার পাশাপাশি জেলা থেকে বহু তৃণমূল কর্মী সমর্থক মিছিলে যোগ দেন। এসএন ব্যানার্জি রোডে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর জেরে শিয়ালদহ থেকে ধর্মতলা যাওয়ার বাসগুলি আটকে পড়ে। ঘুরপথে গন্তব্যে পাঠানো হয় সেগুলিকে। বিজেপির অবরোধের জেরে আবার বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন পরিষেবা। দুই দলের দুই কর্মসূচির জেরে সমস্যার পড়েন হাজার হাজার মানুষ।
আরও পড়ুন: School Service Commission: আদালতে দুই প্রাক্তন চেয়ারম্যানের বয়ান, বিপাকে স্কুল সার্ভিস কমিশন