Tuesday, October 7, 2025
spot_img
Homeপ্রভাব খাটিয়ে তৃণমূল নেতার মেয়ের চাকরি! বিস্ফোরক দাবি সুকান্তর

প্রভাব খাটিয়ে তৃণমূল নেতার মেয়ের চাকরি! বিস্ফোরক দাবি সুকান্তর

ওয়েব ডেস্ক: চাকরি ইস্যুতে ফের শাসক দল তৃণমূলকে (TMC) বিঁধলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এবার মালদহ (Malda) জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির (Abdur Rahim Baxi) মেয়ের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগকে সামনে আনলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন তিনি। আর সেখানেই তৃণমূল নেতার মেয়ের নিয়োগের নথির ছবি পোস্ট করে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন।

শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “বিশেষ প্রভাব খাটিয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির কন্যাকে চাকরি পাইয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন!” এরপরেই তিনি সরাসরি রাজ্যের দিকে দুর্নীতির অভিযোগ তুলে লেখেন, “রাজ্যের অসহায় যুবসমাজকে অন্ধকারে রেখে আর কত দিন এমন ধারাবাহিক কীর্তিকলাপ চালিয়ে যাবে মাননীয়ার সরকার?”

আরও পড়ুন: বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের তোপের মুখে রাজ্য নেতারা

এরপরেই এই পোস্টে তিনি মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার সবনম-এর সেচ দফতরে নিয়োগপত্রের ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যক্তিগত সহকারী পদে যে তিনজনকে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে প্রথম নাম আসিফার সবনমের। এই নিয়োগপত্র ইস্যু করা হয়েছে গত ২৮ মে। এই বিষয়টিকে ঘিরেই আব্দুর বক্সির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া অর্থাৎ, নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতির এই অভিযোগ সামনে আসার পরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “সুকান্ত মজুমদারের যদি এত খারাপ লাগে তাহলে ওঁর ছেলের নামটাও পাঠান সেটাও দেখব।”

দেখুন আরও খবর:

Read More

Latest News