রানাঘাট: তিনদিনের জেলা সফরে নদিয়ায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের পর বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নদিয়া জেলার তৃণমূলের বিধায়ক ও সাংসদরের পাশপাশি জেলাস্তরের প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু সেই বৈঠকে বিজেপি বিধায়ক-সাংসদদের ডাকা হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে শামিল বিজেপির বিধায়ক ও কর্মীরা।
এদিন রানাঘাটের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে কিছুটা দূরে রানাঘাট প্রামাণিক মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় বিক্ষোভ দেখালেন বিজেপি। রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের অভিযোগ, জেলার উন্নয়নমূলক বৈঠকের মুখ্যমন্ত্রী বিরোধীদের ডাকেন না। বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন তিনি। সে কারণেই এই প্রতিবাদ।
আরও পড়ুন:Ukraine War: ইউক্রেনে হতাহত পুতিনের এক লক্ষের বেশি সেনা, বলছে মার্কিন রিপোর্ট
সাংসদ জগন্নাথ সরকার সহ বিধায়ক ও কর্মীরা প্রামানিক মোড় থেকে বিক্ষোভ করতে করতে হেঁটে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আইসতলা মোড়ের কাছে পুলিশ তাদের আটকায় এবং বিজেপি কর্মী-সমর্থকদের কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি জগন্নাথ সরকার ও বিধায়কদেরও আটকে রাখে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ রাস্তার ধারে তাঁদের আটকে রাখে বলে জানিয়েছে বিজেপি কর্মীরা। তারপর পুলিশ প্রশাসন তাঁদেরকে ব্যারিকেট করে আটকে রাখে। পরে অবশেষে পরবর্তী কর্মসূচি কী নেবেন, সে কারণেই ফিরে যায় রানাঘাটের দিকে।