মাল: পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ। ফলে যানজটের সৃষ্টি। শনিবার সকালের ঘটনা মাল শহরের ১ নম্বর ওয়ার্ডের গুরজংঝোরা মোড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট চলছে। পুরসভা, এলাকার কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি। গত তিনদিন ধরে পুরসভার জল মিলছে না। এর প্রতিবাদেই মহিলা, পুরুষ নির্বিশেষে এদিন স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করেন।
পাড়ার মহিলারা জলের বালতিস কলসি, নিয়ে বৃষ্টির মধ্যেই ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে জাতীয় সড়কের দুই লেনেই সব যানবাহন দাঁড়িয়ে পড়ে। নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। আটকে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরাও। গৃহবধূ বুল্টি কর, সোনালি বসাক প্রমুখ বলেন, পানীয় জলের সমস্যার জন্য আমাদের খুব ভুগতে হচ্ছে। এই ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যানকে বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আজ পথে নেমেছি। বাসিন্দারা আরও অভিযোগ করেন, ভোটের পর স্থানীয় কাউন্সিলরকে এলাকায় দেখা যায় না।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। চলে আসেন ওয়ার্ড সুপারভাইজার, পুরসভার জল সরবরাহ বিভাগের কর্মীরা। পুরসভা সূত্রের খবর, পানীয় জল সরবরাহের মূল কেন্দ্রের একটি ভালভ খারাপ হয়ে যাওয়ায় এই বিপত্তি। তা মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভা জানিয়েছে, যতক্ষণ না ওই মেরামতি হচ্ছে, ততক্ষণ পুরসভার ট্যাঙ্কার দিয়ে এলাকায় জল সরবরাহ করা হবে।