হাড়োয়া: একই পঞ্চায়েতের দুই পৃথক গ্রাম থেকে উদ্ধার দুই ব্যক্তির ঝুলন্ত দেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে হাড়োয়ার খাসবালন্দা পঞ্চায়েত এলাকার সুভাষপল্লী গ্রামে বছর ৫৪-এর বৈদ্যনাথ সিংহ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের তরফে জানা যায়, ওই ব্যক্তিকে বেশ কয়েক ঘণ্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মেছো ভেঁড়ির পাশে একটি আলা ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার মৎস্যজীবীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবারকে। পরিবারের তরফে হাড়োয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অপরদিকে এদিনই ওই পঞ্চায়েতেরই শামলা মহিষটিকারি গ্রামের বাড়ি থেকে২৯ বছরের দিনমজুর তন্ময় মিস্ত্রির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এদিন রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও সে যখন কাজে যাওয়ার জন্য ঘুম থেকে উঠছিল না, তখন পরিবারের লোকজন ডাকাডাকি করেও সাড়া-শব্দ না পাওয়ায় তাঁদের সন্দেহ হয়। তারপর খবর দেওয়া হয় হাড়োয়া থানার পুলিশকে। পুলিশ এসে ঘরের তালা ভেঙে তন্ময়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরে হাড়োয়া গ্রামের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই দুই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। একই পঞ্চায়েতের দুই পৃথক গ্রামে এমন দুজনের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদ না পুরনো শত্রুতা না আর্থিক চাপে এই আত্মহত্যা নাকি খুন, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।