Sunday, August 3, 2025
Homeজেলার খবরPaschim Burdwan: আবাসনের কুয়ো থেকে ইসিএল আধিকারিকের দেহ উদ্ধার

Paschim Burdwan: আবাসনের কুয়ো থেকে ইসিএল আধিকারিকের দেহ উদ্ধার

Follow Us :

অণ্ডাল: ইসিএল আধিকারিকের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে অণ্ডাল থানার কেন্দা এলাকার খনির স্টোর কমপ্লেক্সে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই কমপ্লেক্সের একটি কুয়ো থেকে উদ্ধার করা হয় ইসিএল আধিকারিকের দেহ। পুলিস জানিয়েছে, ইসিএলের ওই মৃত আধিকারিকের নাম গদলাভেতি ভিরেন জেনয়ুলু (৩২)। তিনি অন্ধপ্রদেশের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল‍্য ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ জুলাই সোমবার দুপুরের পর অফিসের দ্বিতীয়ার্ধের পর থেকে তাঁর আরও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা এখানে থাকে না। এখানে ইসিএলের আবাসনেই বাকি কর্মীদের সঙ্গে থাকতেন গদলাভেতি। বিভিন্ন হাসপাতাল-সহ রেল স্টেশন বিভিন্ন জায়গায় তাঁকে অনেক খোঁজাখুঁজি করা হয়। সোমবার রাতেই অণ্ডাল থানার পুলিসকে মৌখিকভাবে বিষয়টি জানায় ইসিএল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Sri Lanka-India: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলায়নি ভারত, অভিযোগ নাকচ

মঙ্গলবার সকালে ইসিএলের তরফে মিসিং ডায়েরি করা হয় অণ্ডাল থানায়। এরপরই সন্ধ্যায় কমপ্লেক্সের একটি কুয়োতে চটি ভাসতে দেখেন নিরাপত্তারক্ষী। তড়িঘড়ি সকলকে খবর দেওয়া হয়। এরপর পাম্পের মাধ্যমে জল তুলে রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর মৃতদেহ ভেসে ওঠে। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, তিনি আত্মহত্যাই বা করেছেন কি না সে বিষয়ও খতিয়ে দেখছে পুলিস। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39