কলকাতা: কোভিডের তৃতীয় ঢেউ (Covid-19 Third Wave) মোকাবিলায় আরও কঠোর হচ্ছে রাজ্য। সড়কপথে বাংলায় ঢুকতে গেলে কোভিড টেস্ট (Covid-19) বাধ্যতামূলক করা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যবাসীকে কোভিডবিধি মেনে চলার আবেদনও জানান মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, আন্তঃরাজ্য সীমানাগুলিতে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। পুলিসকেই এই কাজ করতে হবে। অত লোক না থাকলে স্থানীয় যুবকদের কাজে নিতে হবে। আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। কোভিড ব্যাপক হারে স্প্রেড করছে। অনেকেই কথা শুনছেন না। পুলিসকে বলব কড়া ব্যবস্থা নিতে।
মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হতে চলেছে বাংলায়। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, ‘মাস্ক কম্পালসারি, হাতে গ্লাভস ব্যবহার করুন। সেটা না থাকলে স্যানিটাইজার নিন। মেয়েরা চুল ঢাকুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেডস্কার্ফ মাস্ট। প্রশাসন জোর করে মাস্ক পরাতে পারবে না। নিজেরা দয়া করে মাস্কটা পরুন।’
আরও পড়ুন: Covid19 Vaccine: ‘ভ্যাকসিন নিতে ভাল লাগে’ ১১ বার টিকা নিলেন বিহারের ব্রহ্মদেব
মমতা বলেন, করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করছি। আমি নিজেই জানি না কার কার কোভিড হয়েছে। ৩ দিন জ্বর থাকছে, ৭ দিন আইসোলেশনে থাকতে বলেছে কেন্দ্র। এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে। সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন।
কোভিড মোকাবিলায় ৩ জানুয়ারি থেকে রাজ্যে বিধিনিষেধ জারি হয়েছে। এ প্রসঙ্গে মমতা বলেন, সকলে কোভিড বিধিনিষেধ মেনে চলুন। আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, পরিস্থিতির অবনতি হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: Covid Bengal: বসিরহাটে ২টি সেফ হোম, পশ্চিম মেদিনীপুরে পরিস্থিতি উদ্বেগজনক