মেদিনীপুর: বেতন কাটা হয়েছে অস্থায়ী কর্মীদের। কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাল উত্তেজনা কর্মীরা। ভেঙে ফেলা হল মেদিনীপুর পুরসভার গেট। এই ঘটানাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল মেদিনীপুর পুরসভার চত্বরে। খবর পেয়ে আসে কোতোয়ালি থানার পুলিস। দীর্ঘ সময় লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে।
বিভিন্ন প্রকল্পের জন্য নেওয়া কর্মীদের দৈনিক কুড়ি টাকা করে বেতন কাটা হচ্ছে বলে দাবি কর্মীদের। তারই প্রতিবাদের সোমবার সকাল থেকে পুরসভার সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। উত্তেজিত কর্মীরা ভেঙে ফেলে পুরসভার বন্ধ রাখা লোহার গেট।। অস্থায়ী কর্মীদের অভিযোগ, পুরসভার অস্থায়ী কর্মীদের একটা সময় প্রতি দিনের বেতন ২২৬ টাকা করে দেওয়া হত। বিশেষ সরকারি নির্দেশে বর্তমানে দুমাস ধরে ২৪ টাকা করে বেতন কেটে নেওয়া হয়। গত তিনদিন আগেও কর্মবিরতি বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। তবে এদিন সকাল থেকেই বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। বোঝানোর চেষ্টা করলেও উত্তেজিত কর্মীরা ভেঙে দেয় পুরসভার গেট।
আরও পড়ুন:SSC Scam: এসএসসিতে ২২ হাজার পদে দুর্নীতি, দাবি সিবিআইয়ের, কাউকে ছাড় নয়, হুমকি বিচারপতির
পুরসভার কাউন্সিলর ইনচার্জ অসীম মুখোপাধ্যায় বলেন, আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু শ্রমিক সংগঠনের নেতা তপন মুখোপাধ্যায়ের প্ররোচনায় একদল কর্মী ভাঙচুর তাণ্ডব শুরু করে। হেনস্থা করা হয় সকলকে। আমরা কর্মীদের সঙ্গে সহমর্মী কিন্তু একদল লোক তাণ্ডব করছে।
অন্যদিকে শ্রমিক সংগঠনের নেতা তপন মুখোপাধ্যায় দাবি করেন, বেআইনিভাবে সুডার (State Urban Development Agency) নির্দেশে গত দুমাস ধরে কর্মীদের বেতন কাটা হচ্ছে। আমরা এর প্রতিবাদ করেছি এবং পুরনো টাকা দাবি করেছি। তা নিয়ে আন্দোলন হচ্ছিল। কিন্তু পুরসভার কাউন্সিলরদের একাংশ আমাদের আন্দোলনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে। তাদের কারণে উত্তেজনা বেড়েছে। ওরা আমাদের ন্যায্য আন্দোলন ও দাবিকে ভাঙ্গার চেষ্টা করছে। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান-” বেতন সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল, সমাধানের চেষ্টা হচ্ছে, মিটে যাবে।