skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollমালগাড়ির চাকা লাইনচ্যুত, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল

মালগাড়ির চাকা লাইনচ্যুত, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল

অফলাইন বন্ধ থাকায় ডাউনলাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে

Follow Us :

হাওড়া: রেলের লাইন সংস্কারের কাজ চলাকালীন মালগাড়ির চাকা লাইনচ্যুত হয়ে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত। শনিবার এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রেল চলাচল। পরে অফলাইন পুরোপুরি বন্ধ রেখে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রেল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই রেললাইন সংস্কার হচ্ছে ব্যান্ডেল-কাটোয়া শাখায়। প্রতিদিন রাতে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকায় পাথর ফেলা হচ্ছিল। শুক্রবার রাতেও বাঘনাপাড়া ও কানলা স্টেশনের মাঝখানে রং পাড়া এলাকায় আপ এবং ডাউন লাইনে পাথর ফেলছিল দুটি মালগাড়ি। সেই সময় অফলাইনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তড়িঘড়ি কাটোয়া ও নবদ্বীপে রেলের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রেল আধিকারীকরা মনে করচেন, কয়েকদিনের বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। অফলাইন বন্ধ থাকায় ডাউনলাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

আরও পড়ুন: রবিবার থেকেই তাপমাত্রার পতন, রাজ্যজুড়ে শীতের পূর্বাভাস

RELATED ARTICLES

Most Popular