skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsতারুণ্যে জোর দেওয়া হলেও সিপিএমের পদে পদে বৃদ্ধ কমরেডরা

তারুণ্যে জোর দেওয়া হলেও সিপিএমের পদে পদে বৃদ্ধ কমরেডরা

Follow Us :

সিপিএমের পর্যালোচনা রিপোর্টে বরাবরই জোর দেওয়া হয়েছে তারুণ্যের উপর। কিন্তু এই মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমের মত প্রবীণ কমরেডরা। রাজ্য কমিটির বৈঠকে যে সব নিয়মের কথা বলা হয়েছে তা কি সত্যিই মানা হচ্ছে? সম্প্রতি সিপিএমের রাজ্য কমিটির পর্যালোচনা রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান পরিস্থিতির উপর বিচার করে আন্দোলন ও সংগ্রামের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

দলের সাংগঠনিক পর্যালোচনাতে পার্টি সদস্যদের চেতনার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে এমনটাই বলা হচ্ছে। ভোটের ভরাডুবির কারণ হিসাবে পার্টি সদস্যদের একাংশের নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়েছে। আগে প্রত্যেকটি জেলা থেকে প্রতিমাসে অথবা তিন মাস অন্তর সাংগঠনিক রিপোর্ট জমা পড়ত, এখন আর তা আসে না। ফলে তৃণমূল স্তর পর্যন্ত পার্টির জনসংযোগ আজ বিচ্ছিন্ন। এমনকি পার্টির নির্দিষ্ট কর্মসূচি পালনে একাংশের অনীহা লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন : জাগো বাংলায় লিখে ‘শাস্তি’, অজন্তাকে সাসপেন্ড করল সিপিএম

২০১৬ সালে কলকাতায় হয়েছিল সাংগঠনিক প্লেনাম। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, মহিলা সদস্য এবং যুব সমাজকে দলে অন্তর্ভুক্ত করতে হবে।
কিন্তু দীর্ঘ ৫ বছর পর দলে সদস্যসংখ্যার প্রায় একই রকম রয়েছে। ১২ এবং ১৩ অগস্ট রাজ্য কমিটির যে বৈঠক হয়েছিল, তাতে স্বীকার করা হয় যে দলে মহিলা ও যুব সদস্যদের অন্তর্ভুক্তি আশানুরূপ নয়।সাংগঠনিক প্লেনামে ২৫ শতাংশ মহিলা সদস্যের অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা রাখা হলেও বর্তমানে মহিলা সদস্যের সংখ্যা ১১%-র কম। এমনকি ৩১ বছরের কম বয়সি সদস্য ২০ শতাংশ করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু পাঁচ বছর পরে তা মাত্র ৯ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : সিপিএমের দুয়ারে সরকার ক্যাম্প, মানুষের স্বার্থে না রাজনৈতিক, কি বললেন ফিরহাদ ?

বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, পৃথা তা, ঐশী ঘোষ ও সৃজন ভট্টাচার্যের মত তরুণ মুখকে প্রার্থী করা হয়েছিল। নির্বাচনে ভরাডুবির পর এই তরুণ প্রজন্মকে কতটা সামনে নিয়ে আসা হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। খাতায়-কলমে তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তির কথা বলা হলেও বাস্তবের সঙ্গে তার ফারাক অনেকটাই। বৃদ্ধ তন্ত্রের শিকড় ছিঁড়ে কবে সিপিএমে তরুণ ব্রিগেড সামনের সারিতে উঠে আসবে এখন সেটাই দেখার।

RELATED ARTICLES

Most Popular