Friday, October 3, 2025
spot_img
HomeScrollজল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মমতা! বিশেষ নির্দেশিকা জারি নবান্নর তরফে
DVC Water Release

জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মমতা! বিশেষ নির্দেশিকা জারি নবান্নর তরফে

ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: দুর্গাপুজো শেষ হওয়ার পরেই ডিভিসি (DVC) থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় (Water Release) দক্ষিণবঙ্গের অনেক এলাকা বাড়ছে উদ্বেগ। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র অভিযোগ তোলেন। তিনি সমাজমাধ্যমে লেখেন যে পুজোর মরসুমে রাজ্যকে কোনো আগাম বিজ্ঞপ্তি না দিয়ে বাঁধ থেকে একতরফা ভাবে বিশাল পরিমাণ জল ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে বাংলার লক্ষ লাখ মানুষ ‘তাৎক্ষণিক বিপদের মধ্যে’ পড়েছেন এবং এটি একটি পরিকল্পিত সিদ্ধান্ত বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

এই পরিস্থিতিতে নবান্ন থেকে জানানো হয়েছে, মুখ্য সচিব ডিভিসি’র জলছাড়াকে কেন্দ্র করে সতর্কতা জারি করেছেন এবং দক্ষিণবঙ্গের সব জেলাশাসকদের দ্রুত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সেচ দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে — পরিস্থিতি পর্যালোচনা করে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট নবান্নে দাখিল করার জন্য। সরকারি পর্যায়ে কোন জেলার নির্দিষ্ট ক্ষতিসংকেত পাওয়া গেছে কী না, সে বিষয়ে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী কর্মসূচি ঘোষণা অভিষেকের

বৃহৎ পরিমাণে হঠাৎ জল ছাড়া হলে সাধারণত নদীনির্ঝর ও উপনদীর তীরে বন্যা, নদী ভাঙন, ফসল এবং পাট-চাষীর ক্ষতি, নদীসংলগ্ন গ্রামাঞ্চলে বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি ঘটে — বিশেষত নিচু এলাকার জন্য ঝুঁকি বেশি। নবান্ন এবং রাজ্য প্রশাসন ইতিমধ্যেই জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছে এবং প্রয়োজনীয় উদ্ধার ও ত্রাণ প্রস্তুতি জোরদার করতে নির্দেশ দিয়েছে।

মুখ্যমন্ত্রী এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বলেছেন, তিনি বাংলার বিসর্জন হতে দেবেন না এবং এ ধরনের একতরফা পদক্ষেপ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি লেখেন, ‘এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়’ এবং ঘটনাকে ‘ডিভিসি দ্বারা সৃষ্ট দুর্যোগ’ হিসেবে অভিহিত করেছেন। রাজনৈতিক পর্যায়ে এ ঘটনার ফলাফল ও অনুসন্ধান নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News