কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি-র। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এসএসসি দুর্নীতি মামলায় এই প্রথম প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে। শুক্রবার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা দেয় ইডি। ওইদিন প্রায় ১৪টি জায়গায় ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালান। জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টচার্য-সহ এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীকেও। এর আগেও মানিক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় সিবিআই।
আরও পড়ুন: SSC Scam: পার্থর নির্দেশেই এসএসসির গ্রুপ-ডি’র নামের সুপারিশ পাঠিয়েছিলাম, দাবি প্রাক্তন বিধায়কের
এর আগে কলকাতা হাই কোর্টের নির্দেশে পর্ষদ সভাপতির পদ থেকে মানিককে সরিয়ে দেওয়া হয়। প্রাথমিক টেটে নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ায়। আদালতের নির্দেশেই সিবিআই তদন্ত শুরু করেছে মানিকের বিরুদ্ধে। আদালত তাঁকে ডেকে সম্পত্তির হিসেব চেয়েছিল। ৫ জুলাইয়ের মধ্যে মানিকের নিজের, স্ত্রী এবং ছেলের সম্পত্তির পরিমাণ হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছিল।