Tuesday, August 5, 2025
Homeজেলার খবরঅমরনাথে যাওয়া সোদপুরের ব্যাঙ্ককর্মী, স্ত্রী-পুত্রের খোঁজ মিলল, স্বস্তিতে পরিবার

অমরনাথে যাওয়া সোদপুরের ব্যাঙ্ককর্মী, স্ত্রী-পুত্রের খোঁজ মিলল, স্বস্তিতে পরিবার

Follow Us :

কলকাতা: অবশেষে খোঁজ পাওয়া গেল অমরনাথে গিয়ে সোদপুরের একই পরিবারের ৩ সদস্যের। নারায়ণচন্দ্র দের সঙ্গে ভিডিও কলিংয়ে কথা হয়েছে পরিবারের লোকেদের। পরিবার সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। 

৪ জুলাই সোদপুর উত্তর নাটাগরের বাসিন্দা ব্যাঙ্ককর্মী নারায়ণচন্দ্র দে, তাঁর স্ত্রী রুমা দে ও ছেলে সাগর দে-কে সঙ্গে নিয়ে অমরনাথ ধামের উদ্দেশে রওনা দেন। এর মধ্যেই মেঘভাঙা বৃষ্টিতে ভয়ানক বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রার পথে। মৃত্যু হয় অনেক তীর্থযাত্রীর। আহত হয়েছেন বহু। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলার অনেকে। গত ৭ তারিখ ওই তিন জনের পরিবারের বাকি সদস্যদের সঙ্গে শেষ বার কথা হয়েছিল। 

এর পরদিন ৮  জুলাই থেকে তাঁদের সঙ্গে আর কোনও ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে পরিবারের লোকেরা উৎকণ্ঠা ও কান্নায় ভেঙে পড়েন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরিবারের লোকজন সাহায্যের আবেদন জানান। এমনকি পরিবারের তরফ থেকে নিখোঁজ তিনজনের নামে ঘোলা থানায় নিখোঁজ ডাইরিও করা হয়। এর মধ্যেই পরিজনদের খোঁজ পেয়ে আপাতত স্বস্তিতে পরিবার। 

ইতিমধ্যে অমরনাথে আটকে থাকা পুণ্যার্থীদের জন্য শনিবারই হেল্পলাইন চালু করেছে রাজ্য প্রশাসন। তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে নবান্নের তরফে। নবান্ন সূত্রে খবর, কন্ট্রোল রুমে যারা ফোন করেছেন, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাংলার ৭২ জনের আটকে থাকার খবর মিলেছে। অমরনাথে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39