জয়নগর: জয়নগরে মাটির দেওয়াল চাপা (Wall Collapse) পড়ে মৃত এক ও দুই শিশুসহ জখম পাঁচ। গুরুতর জমখম অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগরের (Jaynagar Wall Break) বকুলতলা থানার বেলেদুর্গানাগর পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটির বাড়িতে রাতে খাওয়া সেরে ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় হঠাৎই ভেঙে পড়ে দেওয়াল। পাঁচ ও নয় বছরের দুই শিশু, বছর পনেরোর দুই কিশোর কিশোরী সহ জখম হন পাঁচ জন। অঘটনের পর স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রথমে তাদের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এদের মধ্যে কলকাতায় যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম, শাহানারা জমাদার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতেই মাটির দেওয়াল ভেঙে পড়েছে বলে অনুমান এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন: মঙ্গলবার রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ
দেখুন আরও অন্যান্য খবর: