Friday, August 29, 2025
HomeJust Inভোরের অন্ধকারে ফার্মে ভয়াবহ আগুন, পাঁচ হাজার হাঁসের মৃত্যু, ক্ষতি ১২ লক্ষ...

ভোরের অন্ধকারে ফার্মে ভয়াবহ আগুন, পাঁচ হাজার হাঁসের মৃত্যু, ক্ষতি ১২ লক্ষ টাকার

উত্তর ২৪ পরগনা: ভোরের অন্ধকারে (Dark) হাঁসের ফার্মে ভয়াবহ আগুন (Fire)। তাতে জীবন্ত দগ্ধ হয়ে পাঁচ হাজার হাঁসের মৃত্যু। ঘটনায় ক্ষতি প্রায় ১২ লক্ষ টাকার। শুক্রবার ভোরে বসিরহাটের স্বরূপনগর থানার (Swarupnagar PS) পিতারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা গ্রামের ঘটনা। মেহেরুল ইসলাম সদ্দা ওরফে নিরুলবাবু প্রায় চার বিঘা জমির উপরে হাঁসের ফার্ম তৈরি করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ওই ফার্ম তৈরি করেন। এর সঙ্গে প্রায় শতাধিক শ্রমিক কাজে যুক্ত হন। দুষ্কৃতীরা (Miscreant) ওই খামারে আগুন লাগিয়ে দেয়।

মেহেরুল ইসলামের, দুষ্কৃতীরা খামারে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশে অভিযাগ জানিয়েছি। পুলিশ বলেছে তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সরকারিভাবে ঋণ নিয়ে আমি এই হাঁসের ফার্ম তৈরি করেছি।  এই জীবিকার সঙ্গে বহু মানুষ জড়িত। আমার সর্বস্ব ক্ষতি হয়ে গেল। যারা ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছি।

আরও পড়ুন: মায়াপুরের স্কুলে মিড ডে মিলের পাতে পিঠেপুলি, খুশি পড়ুয়া, অভিভাবকরা

দেখুন অন্য খবর: 

Read More

Latest News