skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsWB Civic Polls: পুরভোটের প্রচারে রোড শো, পদযাত্রা নিষিদ্ধ, ঘোষণা কমিশনের

WB Civic Polls: পুরভোটের প্রচারে রোড শো, পদযাত্রা নিষিদ্ধ, ঘোষণা কমিশনের

Follow Us :

কলকাতা: রাজ্য করোনা বিধিনিষেধের মধ্যে আগামী ২২ জানুয়ারি ভোট হচ্ছে চার পুরনিগমে৷ সোমবার রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের পরেই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন৷ তবে, ভোটের মনোনয়ন থেকে  শুরু ভোট প্রচার, ভোট গ্রহণ- ভোট গণনা পুরোটাই কোভিডবিধি মেনে হবে৷ পুরভোটের প্রচারে রোড শো, পদযাত্রা নিষিদ্ধ করা হয়েছে৷

সোমবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাস। সেই বৈঠকেই চার পুরনিগমের ভোট  আগামী ২২ জানুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পূর্ব ঘোষণা মতোই ২২ জানুয়ারি ভোট গ্রহণ হবে৷ কিন্তু বিধি-নিষেধ মেনে সারতে হবে সবকিছু।শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরের করোনা পরিস্থিতি বুঝে গাইডলাইন তৈরি করতে নির্দেশও দেওয়া হয়েছে৷ সূত্রের দাবি, গাইডলাইনে বলা হয়েছে-

•নোডাল অফিসার নিয়োগ করা হবে৷ যিনি কোভিড মোকাবিলা প্রস্তুতি দেখবেন।

•প্রার্থী, ইলেকশন এজেন্ট, কাউন্টিং এজেন্ট, সবারই কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।

•কোনও রোড শো হবে না।

•পদযাত্রা হবে না।

•সাইকেল, বাইক মিছিল না।

•প্রার্থী সহ সর্বোচ্চ ৫ জন প্রচারে যেতে পারবেন। প্রার্থীর কোনও নিরাপত্তারক্ষী থাকবে না।

•খোলা জায়গায় মিটিং হলে সর্বাধিক ৫০০ লোক জমায়েত হবে৷

•জনসভা হলে সর্বোচ্চ ২০০ জন। ৫০ শতাংশ সিটিং ক্যাপাসিটি।

•রাত ৮ থেকে সকাল ৯ পর্যন্ত কোনও প্রচার করা যাবে না।

•ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে৷

 

RELATED ARTICLES

Most Popular