দক্ষিণ ২৪ পরগনা: কথায় আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আগেভাগে রোগ ধরা পড়লে তা বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। ডায়মণ্ডহারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছেন। সেই সেবাশ্রয় শিবিরে (Sebashroy Shibir) বিনামূল্যে মুখের ক্যান্সার নির্ণয়ের (Oral Cancer Screening) পরীক্ষা হচ্ছে। মুখের ক্যান্সাররের বিষয়ে স্ক্রিনিং হবে। একেবার প্রাথমিকস্তরেই যাতে ধরা পড়ে এই ক্যান্সার সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এই সেবাশ্রয় শিবির শুরু হয়েছে। ডায়মণ্ডহারবার বিধানসভা কেন্দ্রে ১১ জানুয়ারি পর্যন্ত মোট ৪১টি শিবির চলবে।
#Sebaashray camps are now providing free oral cancer screenings.
With the support and guidance of Diamond Harbour’s Hon’ble MP Shri @abhishekaitc, this initiative aims to detect and prevent cancer at an early stage for all. pic.twitter.com/qk97n8ddJk
— All India Trinamool Congress (@AITCofficial) January 5, 2025