হাওড়া: রুদ্রমূর্তি গঙ্গার। কোনওমতে বেঁচে ফিরলেন যাত্রীরা। মঙ্গলবার বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পর হঠাৎ উথালপাতাল হতে শুরু করে গঙ্গা। সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, লঞ্চ পুরো ভর্তি। গঙ্গার উত্থালপাতালে যাত্রীরা ছুটাছুটি শুরু করেন। ভয়ে ঈশ্বরকে ডাকতেও শুরু করেন অনেকে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নেয়। লঞ্চের দুলুনিতে অনেক যাত্রী বমি করে ফেলেন। তিরে নামার পরও কাঁপতে থাকেন অনেক যাত্রী। এমনকী অনেকেরই একদিন পরও আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন। কারও বক্তব্য এই ঘটনা আজীবন মনে থাকবে।
আরও পড়ুন: শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও
এক যাত্রী বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ আমরা বেলুড় থেকে লঞ্চে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলাম। কিছুক্ষণ চলার পর কিছু বুঝে ওঠার আগেই লঞ্চ ভয়ানকভাবে দুলতে শুরু করে। স্বাভাবিকভাবেই সকলে ভয়ে দৌড়াদৌড়ি করছিলেন। অনেকে দেখলাম বমি করে দিয়েছেন। এমনকী নামার পরও অনেকে বমি করছিলেন। জানিও না কখন জোয়ার আসে। মিনিট ১৫-২০ ধরে এই গোটা বিষয়টা ঘটে। ওইটুকুনি সময় যেন অনন্তকালের মতো মনে হচ্ছিল।
দেখুন আরও অন্যান্য খবর: