Monday, August 4, 2025
HomeCurrent NewsGangasagar Mela Case Live: গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি শুরু হাই কোর্টে, কী...

Gangasagar Mela Case Live: গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি শুরু হাই কোর্টে, কী বলছে রাজ্য

Follow Us :

কলকাতা: গঙ্গাসাগর মেলা কি হবে এই বছর ? এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কলকাতা হাই কোর্টে শুর হল শুনানি। গঙ্গাসাগর মেলা বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাই কোর্টে। মামলা করলেন অভিনন্দন মণ্ডল নামে এক চিকিৎসক।  সেই মামলার লাইভ আপডেটস৷

গঙ্গাসাগর মেলা মামলার শুনানিতে :

অ্যাডভোকেট জেনারেল: আদালত চাইলে করাতেই পারেন।

মামলাকারীর আইনজীবী: এর কোনও প্রয়োজন নেই৷ কারণ, টোটাল টাই আইওয়াশ।

অনিরুদ্ধ : কোনও প্রয়োজন নেই।

প্রধান বিচারপতি: আদালতে জমা দেওয়া হলফনামায় মেলার আয়োজন সম্পর্কে রাজ্যের ব্যবস্থা, কোন বিশেষজ্ঞ কমিটিকে নিয়ে যাচাই করা যায় কিনা সে বিষয়ে আপনাদের কি মতামত?

প্রধান বিচারপতি: গঙ্গাসাগর মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখা হল। রায়দানের সময় মেলার আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে৷

মামলাকারীর আইনজীবী: কলকাতার পুলিস কমিশনার ও মুখ্যমন্ত্রীর ড্রাইভারও করোনা আক্রান্ত।

অনিরুদ্ধ : গঙ্গাসাগর মেলার জন্য দেখানো হয়েছে এমআর বাঙ্গুর, কেএস রয় হসপিটাল৷ যে গুলো গঙ্গাসাগর থেকে বহু দূরে কলকাতায়। এটা সম্ভব? সম্পূর্ন আই ওয়াশ হলফনামা।

অনিরুদ্ধ:  পাবলিক ট্রান্সপোর্টে যাত্রী সংখ্যা যেখানে ৫০ শতাংশ বলেছে রাজ্য, সেখানে ৫ লক্ষ মানুষের যাতায়াত কী করে ৫০ শতাংশ হারে সম্ভব?

অনিরুদ্ধ : কলকাতার এনআরএস, আরজিকর, এসএসকেএম, মেডিক্যাল কলেজের বহু ডক্টর-নার্স করোনা আক্রান্ত। এনআরএসে ১৯৮ জন,
আরজিকরে ১২৯ জন, চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে ১০৩ জন ও খোদ স্বাস্থ্য ভবনে ৬৬ জন করোনা আক্রান্ত৷

ডক্তর ফোরামের আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়: সাগর হসপিটালে ৬০ টি বেড। ১১ জন চিকিৎসক আছেন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলোয় বেডের ব্যবস্থা নেই। এখানে ৫ লক্ষ্যের ব্যবস্থা কী করে হবে। কী পরিকল্পনা এটা!

মামলাকারীর আইনজীবী: নোনা জলে সংক্রমণ রদ সম্ভব, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

মামলাকারীর আইনজীবী: চার জনের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বন্ধ হতে পারে ৫ লক্ষ্যের জন্য বন্ধ হবে না। আদালতের কাছে আবেদন মানুষের স্বার্থের কথা ভেবে অবিলম্বে মেলা বন্ধ করা উচিত।

মামলাকারীর আইনজীবী: শুধুমাত্র টালিউডের চারজন অভিনেতা করোনা আক্রান্ত হওয়ার কারণে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে রাজ্য সরকার৷ তাহলে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে সেটা নিয়ে রাজ্যের কোনও মাথাব্যথা নেই কেন?

মামলাকারীর আইনজীবী: কালকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী ১৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। ৫৫ শতাংশ বেশি। এই অবস্থায় মাত্র  ১৭৫টি অ্যাম্বুল্যান্স ৫ লক্ষ মানুষের উপযুক্ত। যেখানে কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশি। রাজ্যের কথায় কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

মামলাকারীর আইনজীবী: চার চিত্রতারাকা আক্রান্ত হাওয়ায় ফ্লিম ফেস্টিভ্যাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কাল।

অ্যাডভোকেট জেনারেল: এটা প্রতি বছর ব্যবস্থা থাকে। এমনকি মৃতদেহ প্যাকিং এর ব্যবস্থাও থাকে।

প্রধান বিচারপতি: আপনারা হলফনামায় বেরিয়াল গ্রাউন্ডের উল্লেখ করেছেন । কি আশা করছেন?

অ্যাডভোকেট জেনারেল: গঙ্গাসাগর এলাকায় সবার টিকাকরণ হয়েছে। কলকাতা থেকে গঙ্গাসাগর সব টিকাকরন হয়েছে। এবারে আশা করা হচ্ছে ৫ লক্ষ্যের বেশি হবে না। এখুনি দক্ষিণ২৪পরগনার জেলা শাসকের রিপোর্ট রাজ্য সরকারের কাছে পৌঁছেছে। রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথা বলে জানাবো। আমাদের একটু সময় লাগবে, আমরা হলফনামায় জানাবো বলে আদালতে জানালেন অ্যাভোকেট জেনারেল।

আমরা গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত সমস্ত কোভিডি বিধি মেনে। সাগরে এবং কলকাতায় ভ্যাকসিনের ৯০ শতাংশ হয়ে গেছে। সাগর এলাকায় করোনা গ্রাফ নিম্নমুখী। গঙ্গাসাগর মেলা দুই কিলোমিটার পর্যন্ত হয়।

কলকাতা থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার করার পর তাঁর পর তাঁদের অনুমতি দেওয়া হচ্ছে। টিকার সার্টিফিকেট থাকলেই তবে মেলায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

১৭৭ টি অ্যাম্বুলেন্স পরিষেবা থাকছে। মেলা থেকে জরুরি পরিষেবার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা থাকছে। থাকছে মোটর অ্যাম্বুলেন্সও৷
ই-দর্শন ও ই-স্নান এর ব্যবস্থাও থাকছে। স্যালাইনের ব্যবস্থা থাকছে, সামাজিক, স্বাস্থ্য বিধি অনুযায়ী পূর্নার্থীদের মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হবে।
৪টি রেল স্টেশনে বাফার জোন করা হয়েছে।ফেরিঘাট থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হবে। করোনা অতিমারীতে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থাপনা রেখেছেন। অতিরিক্ত ডিএম অফিসে অপেক্ষায় থাকছে অতিরিক্ত  অ্যাম্বুলেন্স। সেভ হোম, হাসপাতাল, এবং রাপিড আন্টিজেন টেস্ট, আর টি পিসিয়ার করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | বিজেপির অভিধানে বাংলাই নেই?
00:00
Video thumbnail
Kalyan Banerjee | লোকসভায় চিফ হুইপের পদে ইস্তফা কল্যাণের, X হ্যান্ডেলে বি/স্ফো/রক কল্যাণ
00:00
Video thumbnail
IND vs Eng | Oval Test | রুদ্ধশ্বাস লড়াই, ওভাল টেস্ট জিতে সিরিজ ড্র ভারতের
00:00
Video thumbnail
Supreme Court | ডিএ মামলার শুনানি মঙ্গলবার, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
08:10:25
Video thumbnail
Indian Oil | ভারতীয় তেল কোম্পানিগুলির জন্য সুখবর, ক্রমশ বাড়ছে রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানির শেয়ার
04:30:46
Video thumbnail
BJP | RSS | রাজ্য বিজেপিতে আদি-নব্য লড়াইয়ে হস্তক্ষেপ করল RSS, কী কী সিদ্ধান্ত? দেখুন বড় খবর
04:11:40
Video thumbnail
Mamata Banerjee | Gautam Adani | বিগ ব্রেকিং,নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি
01:41
Video thumbnail
Narendra Modi | দমদমে ২০ অগাস্ট জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
02:43
Video thumbnail
Kalyan Banerjee | চিফ হুইপ পদ থেকে কেন ইস্তফা? কলকাতা টিভিকে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
04:19
Video thumbnail
Kalyan Banerjee | লোকসভায় চিফ হুইপের পদ থেকে ইস্তফা কল্যাণের, X হ্যান্ডেলে বি/স্ফো/রক কল্যাণ
06:47

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39