উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে খুলল শ্যামপুরের গড়চুমুক মিনি জু। করোনার পর দীর্ঘ দু’বছর বন্ধ ছিল এই চিরিয়াখানা। যদিও এর মাঝে চিরিয়াখানার উন্নতিতে কাজ করেছে বন দফতর। এসেছে একাধিক পশুপাখি। তাদের জন্য তৈরি হয়েছে একাধিক এনক্লোজার।
হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক। হুগলি নদীর তীরবর্তী এই পর্যটন কেন্দ্রের ১২.৪৩ হেক্টর জায়গা জুড়েই জিওলজিক্যাল গার্ডেন বা মিনি-জু তৈরি করেছে বন দফতর। এর আগে বেশ কয়েকবার এই চিরিয়াখানা খোলার কথা উঠলেও খোলা হয়নি। পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা চেয়েছিলেন দ্রুত খুলে দেওয়া হোক। অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন গড়চুমুকের জিওলজিক্যাল গার্ডেন।
আরও পড়ুন: সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, আজ সারাদিন মেঘলা আকাশ
এখানে রয়েছে রাজ্যপ্রানী বাঘরোল, বন বিড়াল, রক পাইথন, এমু, ম্যাকাও সহ বিভিন্ন প্রজাতির এয়ার ও ওয়াটার বার্ড। এইসব পশু পাখিদের জন্য বন দফতরের পক্ষ থেকে একাধিক এনক্রোজার তৈরি করা হয়েছে। এনক্লোজারগুলিতে লোহার জাল দিয়ে ঘেরার পাশাপাশি সুদৃশ্য বোর্ড লাগানো হয়েছে। বন দফতর সূত্রে খবর, এই মিনি জুতেও আস্তে আস্তে আরও পশুপাখি আনা হবে। বড়দিনের আগে পর্যটকদের জন্য মিনি-জু খুলে দেওয়ায় খুশি পর্যটকরা। পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে পার্কটিকেও। পার্কের মধ্যে রয়েছে চিলড্রেন পার্ক, ক্যাফেটরিয়া তৈরির কাজ চলছে।
দেখুন আরও অন্যন্য খবর: