Sunday, August 3, 2025
HomeCurrent NewsBengal Global Business Summit: আজ বাংলা যা ভাবছে, কাল গোটা দেশ তাই...

Bengal Global Business Summit: আজ বাংলা যা ভাবছে, কাল গোটা দেশ তাই ভাবছে, মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় রাজ্যপাল

Follow Us :

কলকাতা, ২০ এপ্রিল : এ কোন রাজ্যপাল?

লেখাটা লিখতে শুরু করে এই কথাটাই সবার আগে মনে পড়ে গেল । যিনি মাঝে মধ্যেই বাংলা-বাংলার মুখ্যমন্ত্রী-বাংলার সরকার নিয়ে সরব হন-টুইট করেন, আজ তিনিই বাংলার প্রশংসায় পঞ্চমুখ ।  বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা মঞ্চে বাংলা-মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল । বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলেন দরাজ শংসাপত্র । বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রশংসা-সাফল্য কামনা করলেন, তাতে হাসি ফুটল স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখেও ।

মঞ্চে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রয়েছেন রাজ্যের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র । রয়েছেন দেশ-বিদেশের তাবড় তাবড় শিল্পপতি । উপস্থিত রাজ্যের একাধিক মন্ত্রী-আমলা । একাধিক সংবাদ মাধ্যম । আর সবার সামনে রাজ্যপাল জগদীপ ধনখড় বলে চললেন, “ গোপালকৃষ্ণ গোখলে যা বলেছিলেন, আজ বাংলা যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে । প্রতিদিন সেটাই প্রমাণিত হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামিদিন বাংলা আরও উন্নতি করবে । বিনিয়োগের আদর্শ জায়গা বাংলাই ।” রাজ্যপাল কথাগুলো নাগাড়ে বলে চলেছেন, আর মঞ্চে বসে তখন তৃপ্তির হাসি মুখ্যমন্ত্রীর মুখে ।

এখানেই শেষ নয় । রাজ্যপাল বলে চললেন, “পূর্ব ভারতের বিনিয়োগ হাব হবে বাংলা । প্রধানমন্ত্রী পূবে তাকাও নীতির বাস্তব রূপ দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলা ঐতিহ্য-সংস্কৃতির আদর্শ ভূমি । গোটা দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দিচ্ছে বাংলা । কোভিডের আতঙ্ক কাটিয়ে দুই বছর পর ফের এই বাণিজ্য সম্মেলন বাংলার সাফল্যের ছবিটাই তুলে ধরছে । আশা করি আগামিদিন উন্নয়নেরও আরও অনেক পথ দেখাবে বাংলা ।”

আরও পড়ুন: Bengal Global Business Summit: শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, মমতার হাত ধরে ফের নজির বাংলার

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39