ওয়েব ডেস্ক: একদিকে সক্রিয় ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা- এই দ্বিফলার জেরে ফের ভারী বর্ষণ (Heavy Rainfall) শুরু হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের মতো ভারী বর্ষা (Monsoon) না হলেও দক্ষিণের একাধিক জেলায় তৈরি হতে পারে বানভাসি পরিস্থিতি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (Weather Forecast), বর্তমানে বায়ুমণ্ডলের উপরের স্তরের ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। পাশাপাশি, অমৃতসর থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যের আকাশে। এই জোড়া প্রভাবে বৃষ্টির মাত্রা বাড়ছে।
আরও পড়ুন: সবজির দাম আকাশছোঁয়া, মাসের প্রথমেও হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের
দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি
সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ফের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ভিজবে শহর কলকাতাও
সোমবার কলকাতার (Kolkata Weather) আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।
ভারী বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের (North Bengal Weather) অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার অবধি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
দেখুন আরও খবর: