ওয়েব ডেস্ক: ঘোর বর্ষণে (Monsoon) গত সপ্তাহে ভেসছিল দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাই। তবে উইকেন্ডে বৃষ্টির (Rainfall) পরিমাণ কিছুটা কমেছে। শনিবার থেকেই শুকনো আবহাওয়া রয়েছে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে। কারণ দক্ষিণবঙ্গের থেকে সরে গিয়ে ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে পূর্ব বিহার ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের উপর। তবে মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই দক্ষিণে বৃষ্টি কমলেও রবিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী সপ্তাহে অর্থাৎ, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও কমবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন একনজরে দেখে নেওয়া যাক গোটা রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে।
আরও পড়ুন: মাঠ থেকে উদ্ধার তরুণীর মৃত দেহ! চাঞ্চল্য মালদহে
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এবং দুই ২৪ পরগনায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার অধিকাংশ জেলায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা (Kolkata Weather) ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গের কি ভারী বৃষ্টি চলবে?
রবিবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দুই দিনাজপুর ও মালদা জেলাতেও আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সমস্ত জেলায়।
দেখুন আরও খবর: