কলকাতা: পূর্ব রেলের (Eastern Railways) হাওড়া ডিভিশনে (Howrah Division) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৩ নভেম্বর ২০২৫ (রবিবার) ট্রেন পরিষেবায় বড়সড় পরিবর্তন আনছে রেল কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারিং, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এবং সিগন্যাল আপগ্রেডেশনের জন্য ওই দিনে ব্লক নেওয়া হবে। ফলস্বরূপ একাধিক লোকাল ট্রেন বাতিল, একটি শর্ট টারমিনেট এবং একটি ট্রেন পুনর্নির্ধারিত সময়ে চলবে।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী নিরাপত্তা এবং পরিষেবা উন্নয়ন নিশ্চিত করতেই এই কাজ। তবে রেল পরিষেবা আংশিক ব্যাহত হওয়ায় যাত্রীদের আগেই সময়সূচি দেখে নেয়ার পরামর্শ দিয়েছে পূর্ব রেল।
আরও পড়ুন: আউশগ্রামে নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেফতার ৬
বাতিল ট্রেনের তালিকা
হাওড়া থেকে — 37055, 37249, 37363, 36823
ব্যান্ডেল থেকে — 37246, 37749
বর্ধমান থেকে — 36834
শেওড়াফুলি থেকে — 37056
আরামবাগ থেকে — 37364, 37396
কাটোয়া থেকে — 37748
▪️ 37365 হাওড়া–আরামবাগ লোকাল তারকেশ্বরে থেমে যাবে, আরামবাগ পর্যন্ত যাবে না।
▪️ 53009 কাটোয়া–আজিমগঞ্জ লোকাল দুপুর ১২:০০-এর বদলে ১২:৩০-এ কাটোয়া থেকে ছাড়বে।
রেল যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল এবং জানিয়েছে, রক্ষণাবেক্ষণের এই কাজ ভবিষ্যতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিষেবার জন্য অত্যন্ত জরুরি।
দেখুন আরও খবর:







