জলপাইগুড়ি: গাড়ির অতিরিক্ত চাকার ভিতরে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ টাকা। পুলিশের তৎপরতায় উদ্ধার করা হল সেই টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। এই ঘটনায় আটক করা হয়েছে পাঁচ জনকে। রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির বানারহাট থানার পুলিশ তেলিপাড়া এলাকায় নাকা তল্লাশি চালায়। সেই নাকা তল্লাশিতে ভিন রাজ্যের একটি গাড়ি দাঁড় করাতেই মেলে সাফল্য। গাড়িটিতে তল্লাশি চালিয়ে মিলল ৯৪টি মোটা টাকার বান্ডিল। ঘটানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় গাড়িতে থাকা পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বানারহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে একটি গাড়িতে বিপুল পরিমান টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছেন কয়েকজন ব্যক্তি। খবর পাওয়া মাত্র বিন্নাগুড়ি ফাঁড়ি ও বানারহাট থানার পুলিশ তেলিপাড়া এলাকায় নাকা তল্লাশি শুরু করে। সেই সময় একটি কালো রঙের ছোট গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। প্রাথমিকভাবে পুলিশের তরফে সেই পাঁচ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে অসঙ্গতি মিললে গাড়িতে শুরু হয় তল্লাশি। গাড়ির ভিতরে তল্লাশি চালাতে গিয়ে গাড়িতে থাকা অতিরিক্ত একটি চাকার(স্টেপনি) দিকে চোখ যেতেই সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ গাড়িটিকে আটক করে নিয়ে আসা হয় বানারহাট থানায়। সেই অতিরিক্ত চাকা খুলতেই সেখান থেকেই ৯৪টি মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়।
আরও পড়ুন:Gujarat Assembly Election 2022: গুজরাতে আজ শেষ দফার ভোটগ্রহণ, ভোট দিলেন প্রধানমন্ত্রী মোদি
আটক করা গাড়িটির নাম্বার প্লেট অনুযায়ী, গাড়িটি পার্শ্ববর্তী রাজ্য বিহারের পূর্ণিয়ার বলে জানা গিয়েছে। গাড়ির অভিমুখ ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিকে। তবে সেই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও জানা যায়নি। জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো শুধু জানান, একটি গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখার পরই এবিষয়ে বলা সম্ভব হবে।