মধ্যমগ্রাম: কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় চলছে প্রোমোটাররাজ। চারিদিকে গজিয়ে উঠছে একের পর এক বহুতল। কলকাতার নামী-দামি নির্মাণ সংস্থা এখন মধ্যমগ্রামে কমপ্লেক্স তৈরি করছে। এমনই এক সংস্থা জলাশয়ের দখল করে নির্মাণ কাজ শুরু করেছে সেখানে। মধ্যমগ্রাম পুরসভা মঙ্গলবার সেই নির্মাণ কাজ বন্ধ করে দিল। পুরসভা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনও জলাশয় দখল বা বোজানো চলবে না।
এদিন বিকেলে পুরপ্রধান পুরসভার আধিকারিকদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। তাঁদের নজরে আসে বহু জমি অবৈধভাবে দখল করা হচ্ছে। এরই মধ্যে পুরপ্রধানের নজরে আসে এমন একটি নির্মাণ কাজের দিকে, যা পুরোটাই জলাশয়ের উপর তৈরি হচ্ছে। ১বিঘা ২ কাঠা জমি দখল করে সেখানে দিব্যি চলছে নির্মাণ কাজ। কলকাতার একটি সংস্থা সেই কাজ করছে। এই জমির একটি বিশাল জলায়শয়ও রয়েছে।
আরও পড়ুন: Shantanu Banerjee | শান্তনুর আর এক ছায়াসঙ্গী রাকেশকে এবার তলব ইডির
এর আগেও পুরসভা এই সংস্থাকে সতর্ক করেছিল। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতা প্রয়োগ করে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে গোটা জমিকে ঘিরে ফেলেছে ওই সংস্থা। সামনেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। এই নির্মাণকাজের জন্য স্কুলেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিন পুরপ্রধান নিমাই ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ বন্ধ করান। পরে তিনি বলেন, অবিলম্বে ওই জমি খালি করে দিতে বলা হয়েছে। তারপরও যদি পুরসভার নির্দেশ না মানে তাহলে ওই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যমগ্রাম বাসিন্দাদের অভিযোগ, প্রোমোটারদের দৌরাত্ম্যে শহর এখন কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। বহু জলাশয় বুজিয়ে বহুতল গড়ে উঠেছে। এক প্রবীন বাসিন্দা বলেন, এতদিনে পুরসভার হুঁশ ফিরেছে। পুরপ্রধানের হুমকিতে যদি কাজ হয়, তাহলে ভালোই।