কলকাতা: দল ছাড়তে চলেছেন কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী (Congress Leader Koustav Bagchi)? তাঁর ফেসবুক পোস্ট ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই জল্পনা খারিজ করে দিলেন কৌস্তভ। জানিয়ে দেন, তিনি কংগ্রেসেই থাকছেন। এর আগে সোশ্যাল মিডিয়াতেই (Social Media ) কংগ্রেস নেতা লিখেছিলেন, সম্মানের সঙ্গে দল করাটা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমার পক্ষে স্তাবকতা সম্ভব নয়। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব।
গত বছরের গোড়ার দিকে দিল্লির নেতাদের সামানে প্রদেশ কংগ্রেসের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কৌস্তভ। বছর ঘুরতে না ঘুরতেই ফেসবুক পোস্টে দল ছাড়া ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee: বন্ধ ও বঙ্গভঙ্গ নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার
সম্প্রতি এআইসিসি-র তালিকা প্রকাশ হয়েছে। তাতে পশ্চিমবঙ্গ থেকে ৬৮ জন নির্বাচিত সদস্য ও ২০ জনকে কোঅপ্ট করা হয়েছে। সেই তালিকায় নাম নেই কৌস্তভের। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তাতেই ক্ষুব্ধ হয়ে তিনি দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, কৌস্তভ আমাদের আইনি পরামর্শদাতা। দলের সক্রিয় নেতা। এআইসিসির সদস্য হওয়ার ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি করা হয়েছে। হয়ত, সেই কারণে তাঁর নাম বাদ পড়েছে। অধীর বলেছিলেন, মনে হয় না, তিনি দল ছাড়বেন।
হাইকোর্ট পাড়ায় তরুণ আইনজীবী হিসেবে কৌস্তভের ভালো পরিচিতি রয়েছে। সম্প্রতি ঝালদা পুরসভা সহ একাধিক মামলায় তিনি কংগ্রেসের হয়ে আইনি লড়াই চালিয়েছেন। শিক্ষা দুর্নীতি মামলায়ও তাঁর সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে। দলের অন্দরে তিনি কট্টর তৃণমূল বিরোধী বলেও পরিচিত।
এর আগে সংবাদমাধ্যমে কংগ্রেসের এই তরুণ আইনজীবী নেতা বলেন, রাজনীতি ছেড়ে পুরোপুরি পেশায় মনোনিবেশ করতে পারি। দলে থেকেই আমি কলকাতায় পি চিদম্বরমের বিরুদ্ধে বিক্ষোও দেখিয়েছিলাম। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। দলে থেকেও দলের বিরুদ্ধে লড়াই চালাতে পারি। ঠিক কী করব, তা এখনও ভাবিনি। সন্ধ্যায় সব জল্পনায় নিজেই জল ঢেলে দেন কৌস্তভ।