জলপাইগুড়ি: বন দফতরের তরফে বসানো খাঁচায় খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক লেপার্ড। মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা। বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন নাগেশ্বরী চা বাগানের ১২ নম্বর সেকশনে বসানো খাঁচা থেকে লেপার্ডের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচার ভিতর এদিক ওদিক ছোটাছুটি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমায় এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সহ লেপার্ড টিকে উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে, নাগেশ্বরী চা বাগানে দিনের পর দিন লেপার্ডের অত্যাচার বেড়েই চলছিল। সন্ধ্যার পরই চা বাগান থেকে সংলগ্ন জনবসতি এলাকায় ঢুকে যাচ্ছিল লেপার্ড। বাড়িতে ঢুকে ছাগল, মুরগি সাবার করছিল। চা বাগানের তরফে বন দফতরের খুনিয়া স্কোয়াডে খাঁচা বসানোর দাবি জানানো হয়। সেই অনুযায়ী গত ১৫ ডিসেম্বর বাগানের ১২ নম্বর সেকশনে খাঁচা বসায় বন দফতর। দেওয়া হয় ছাগলের টোপও। অবশেষে এদিন লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাগানের জনগণের মধ্যে।
আরও পড়ুন: মধুচক্রের পর্দা ফাঁস পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের, গ্রেফতার সাত
বন দফতরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, লেপার্ডটি সুস্থ রয়েছে। তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
দেখুন আরও অন্য়ান্য খবর: