Friday, August 1, 2025
HomeCurrent NewsWest Bengal Business Summit 2022: তিন লক্ষ কোটির বেশি বিনিয়োগ, মমতার হাত...

West Bengal Business Summit 2022: তিন লক্ষ কোটির বেশি বিনিয়োগ, মমতার হাত ধরে বাংলার শিল্প-জোয়ার

Follow Us :

কলকাতা, ২১ এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় শিল্প জোয়ার । দুই দিনের বাণিজ্য সম্মেলন থেকে ৩ লাখ ৪২ হাজার ৩৭৫ কোটি বিনিয়োগের প্রস্তাব । মমতা জানিয়েছেন, এই বাণিজ্য সম্মেলন ৪০ লাখ কর্মসংস্থান দরজা রাজ্যের মানুষের সামনে খুলে দিতে চলেছে ।

১৩৭টি মউ এবারের শিল্প সম্মেলনে হয়েছে বলেও আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । যাতে রাজ্যের একপ্রাপ্ত থেকে অপর প্রান্ত তথা দেশের নানা প্রান্তের সঙ্গে যোগাযোগ সহজ এবং গতিময় হয়ে ওঠে তার জন্য একাধিক পদক্ষেপের কথাও জানিয়েছেন মমতা । এই পদক্ষেপের প্রথম ধাপ হিসেবে অন্ডাল এবং বাগডোগরা বিমান বন্দরকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হবে । পাশাপাশি পুরুলিয়া-মালদাহে বিমান বন্দর করার কথাও জানিয়েছেন মু্খ্যমন্ত্রী ।

এই সম্মেলন আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মমতা৷ যাঁরা এসেছেন, তাঁদেরও ধন্যবাদও দিয়েছেন তিনি ৷ সম্মেলনের উদ্বোধনের জন্য ধন্যবাদ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷পাশাপাশি অতিমারিকে ভয় না পাওয়ার জন্যও বলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, বিপর্যয় আসবে যাবে ৷ উন্নয়ন থামানো যাবে না ৷ অতিমারী আসবে যাবে ৷ কোনও রোগ জীবনকে থামিয়ে দিতে পারে না ৷ তাই এটাকে সহজ ভাবে নিতে হবে ৷ আবার এলে লড়াই করব ৷

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলার মাটি বিনিয়োগের আদর্শ ঘাঁটি, আসুন শিল্প গড়ুন, বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে বার্তা মমতার

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39