কুলটি : চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল আসানসোলের (Asansol) কুলটিতে। প্রতিবাদে মৃতার পরিবারের লোকজন বৃহস্পতিবার নিয়ামতপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। পরিবারের দাবি, অভিযুক্ত চিকিৎসকের শাস্তি চাই। সকাল থেকে অভিযুক্ত চিকিৎসক লিয়াকৎ আলি পলাতক। পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় নিয়ামতপুরের বাসিন্দা মুসকান মণ্ডল ড: লিয়াকৎ আলির অধীনে তাঁর ক্লিনিকে ভর্তি হন। ওইদিন রাত ১১ টা নাগাদ তিনি এক কন্যাসন্তান প্রসব করেন। অভিযোগ, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মুসকানের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসক তাঁকে অন্যত্র স্থানান্তরিত করেন। অন্যত্র নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন, ইসরোর চন্দ্রযান এবার বাংলার মাটিতে!
মৃতার পরিবারের অভিযোগ, লিয়াকৎ আলি নামে ওই চিকিৎসক জেনারেল ফিজিশিয়ান হয়েও তিনি স্ত্রী রোগের চিকিৎসা করেন। সেই কারণেই ওই প্রসূতির মৃত্যু হয়। তার প্রতিবাদে মৃতার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার নিয়ামতপুর টহরম মোড় সংলগ্ন ইস্কো বাইপাসের চৌমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা চিকিৎসকের ক্লিনিকে গিয়ে তাঁর খোঁজ পাননি। তারপরই শুরু হয় অবরোধ। ঘণ্টাখানেক পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
আরও অন্য খবর দেখুন,