Thursday, July 31, 2025
Homeজেলার খবরবিশ্বভারতী ডুবছে, দায় এড়াতে পারেন না আচার্য

বিশ্বভারতী ডুবছে, দায় এড়াতে পারেন না আচার্য

Follow Us :

বোলপুর: ক্রমশই ডুবছে রবীন্দ্রনাথের বিশ্বভারতী৷ ধারাবাহিক অবনমনের হাওয়ায় বিশ্বভারতী নুইয়ে পড়েছে৷

এনআইআরএফ বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক -এর সদ্য প্রকাশিত তালিকা বিশ্বভারতীর ভয়াবহ পতনের ছবিই তুলে ধরেছে৷ ২০১৬ সালে এনআইআরএফের তালিকায় বিশ্বভারতীর স্থান ছিল ১১তম। ২০১৭-তে দাঁড়ায় ৩১তম। ২০২১- এর তালিকায় দেখানো হয়েছিলো, এমনিতেই ৫০তম স্থানে থাকা বিশ্বভারতী দেশের বিশ্ববিদ্যালয়ের ক্রমতালিকায় আরও ১৪ ধাপ নেমে দখল করে ৬৪তম স্থান। আর এবছর তো সেই গ্রাফ আরও নিম্নমুখী৷ এবার এনআইআরএফের প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের তালিকায় খোদ নরেন্দ্র মোদি যে শিক্ষা প্রতিষ্ঠানের আচার্য, সেই বিশ্বভারতী আরও ৩৪ ধাপ নেমে ৯৮-এ স্থান পেয়েছে। এই তথ্য লজ্জার এবং বেদনার। রবীন্দ্রনাথের তৈরি এই প্রতিষ্ঠানকে মহোজ্জ্বল করার দায়িত্ব প্রধানমন্ত্রীরও৷ আচার্য মোদি এড়াতে পারেন না তাঁর দায়িত্ব৷ বিশ্বভারতীর পতন দীর্ঘকাল আগে শুরু হলেও ফের ঘুরে দাঁড়াবে এই প্রতিষ্ঠান, এমন আশার আলো’কে উজ্জ্বল করতে কেন্দ্র বা আচার্যের তরফে গঠনমূলক কোনও পদক্ষেপ নজরে আসেনি৷ শিক্ষক-ছাত্র বা কর্মীদেরও নির্দিষ্ট ভূমিকা রয়েছে৷ প্রতিষ্ঠানের আইন-স্বীকৃত অভিভাবক উপাচার্য৷ তাঁর বলিষ্ঠ ভূমিকা সর্বাধিক হবে, এটাই প্রত্যাশিত। কিন্তু আশ্রমিকদের আক্ষেপ, তেমন হচ্ছে কোথায় ?

বিশ্বভারতীর সামগ্রিক মানের গ্রাফ এইভাবে নিম্নমুখী হয়েই চলায় চরম ক্ষুব্ধ প্রাক্তনী ও আশ্রমিকরা। তাঁরা নিশানা করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং কর্তৃপক্ষকেই৷ বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার মাসকয়েক পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা জাঁকিয়ে বসেছে। কখনও কখনও সেই নৈরাজ্য দীর্ঘমেয়াদি হয়েছে৷ আর এই নৈরাজ্যেরই প্রত্যক্ষ প্রতিফলন ঘটেছে এনআইআরএফ- এর ক্রমতালিকায়৷ বিশ্বভারতী জুড়ে একধরনের অনিশ্চয়তা আর বিশ্বাসহীনতা যে জাঁকিয়ে বসেছে তা স্পষ্ট হচ্ছে৷ উপাচার্য ব্যর্থ হচ্ছেন পরিস্থিতি সামাল দিতে৷ উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তী ২০১৮ সালে বিশ্বভারতীতে যোগ দেন ৷ যে কোনও কারণেই হোক, বিদ্যুৎ চক্রবর্তীর আমলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বারবার তাঁকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে৷ প্রাক্তনী ও আশ্রমিকদের স্পষ্ট অভিমত, এই উপাচার্যের শাসনকালেই বিশ্বভারতীর পঠনপাঠনের সামগ্রিক মানের চূড়ান্ত অবনমন ঘটেছে।

এ ছাড়াও নানা ঘটনা ঘটেছে৷ কখনও একের পর এক অধ্যাপকদের সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে পড়ুয়াদের, পঠনপাঠনের পরিকাঠামো গড়ার সিদ্ধান্ত নিতে অযথা নেওয়া হয়েছে দীর্ঘ সময়৷ বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকা, গত ৩-৪ বছরে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে যত সংখ্যক মামলা হয়েছে, তা সম্ভবত তার আগের দশ বছরেও হয়নি৷ বিশ্বভারতীর একাধিক অধ্যাপকের অভিমত, এই সব কারণেই র‌্যাঙ্কিং-এ এই লাগাতার অবনমন৷ ক্রমতালিকা সামনে আসার পরেও কিন্তু মুখ খোলেননি উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

এটা ঠিক, কার দোষ, কার গুণ, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। থাকতে পারে মতভেদও ৷ রাজনীতি আজ চেপে বসেছে বিশ্বভারতীর শীর্ষে৷ কিন্তু সে সব দূরে ঠেলে বিশ্বভারতীর পতন ঠেকানোর উদ্যোগ দূরবীণেও নজরে আসেনা৷ অস্বীকার করা যায়না, বিশ্বভারতীর অভ্যন্তর আজ পরিপূর্ণ পারস্পরিক অবিশ্বাস, অসম্মান, দম্ভ, আস্ফালনে৷ বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রের শাসক দলের অনেকেই বিশ্বভারতীকে তাদের শাখা সংগঠন হিসেবে ধরে নিয়েছে৷ রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্র হয়ে উঠেছে বিশ্বভারতী। এ সবেরই অনিবার্য পরিণতি এনআইআরএফ-এর এই তালিকা৷ বিশ্বভারতীর পতন ঠেকানোই যাচ্ছে না।

আচার্য হিসেবে প্রধানমন্ত্রী মোদি বিশ্বভারতীর পাতালপ্রবেশের কথা জানেন না, সম্ভবত এমন হয়নি। আর যদি না-জেনে থাকেন, তাহলে আচার্য পদটি ধরে রাখা প্রধানমন্ত্রীর পক্ষে উচিত কাজ হচ্ছে না৷ প্রশ্ন একটা থাকছেই, আচার্য কি এই দায় এড়াতে পারেন?

আরও পড়ুন:Gujarat Riot: গুজরাত দাঙ্গায় সোনিয়াকে জড়িয়ে নতুন বিতর্ক বিজেপির, পাল্টা জবাব কংগ্রেসের

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ভারতে গোঁসা পাকিস্তানে প্রেম?
00:00
Video thumbnail
Mamata Banerjee | দুর্গাপুজো নিয়ে নেতাজি ইন্ডোর থেকে কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
00:00
Video thumbnail
America | Pakistan | আমেরিকার সঙ্গে পাকিস্তানের বাণিজ্য চুক্তি, চুক্তিতে কী কী আছে? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | এবার পুজো কমিটিগুলিকে ১ লাখ ১০ হাজার টাকা অনুদান, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
00:00
Video thumbnail
Tamil Nadu | BJP | NDA-তে বড় ভাঙন, দল ছাড়লেন বড় নেতা! কী করবে বিজেপি?
00:00
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | দোস্ত দোস্তনা রহা! দেখুন ঘোষালনামা
06:01
Video thumbnail
Amartya Sen | বাংলা ভাষা আ/ক্রা/ন্ত নিয়ে অস/ন্তোষ প্রকাশ অমর্ত্য সেনের, কী বললেন নোবেলজয়ী? শুনুন
04:18
Video thumbnail
Parliament News | রাহুল vs জয়শঙ্কর ইতিহাস কে বেশি জানে? শুনে নিন নিজের কানে
13:55
Video thumbnail
Aajke | জয় কালী, জয় দুর্গার জয় বাংলা বলবে এবার
00:47
Video thumbnail
Aajke | শ্লোগানের ফাঁদে শুভেন্দু কাঁদে
01:01

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39