বীরভূম: প্রেমিকার বাবাকে গাড়ি চাপা দিয়ে খুনের ঘটনায় গ্রেফতার প্রেমিক। সোমবার রাতে বীরভূমের নানুরের নতুনহাট গ্রাম থেকে গ্রেফতার করা হয় প্রেমিক গাজু শেখকে। গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ। বীরভূমের নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত যজ্ঞনগর গ্রামের বাসিন্দা গাজু ও কুতুবা। দীর্ঘদিন ধরে তাঁদের প্রেমের সম্পর্ক ছিল। ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার কুতুবা খাতুনের বাবা কুদ্দুস শেখ। দিন সাতেক আগে কুদ্দুস মেয়ের বিয়ে দেয় অন্য একটি ছেলের সঙ্গে। সোমবার তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।
সোমবার কুতুবা খাতুন নতুন জামাইকে নিয়ে অষ্টমঙ্গলা করতে বাপের বাড়ি যজ্ঞনগর আসেন। সেই সুযোগে কুতুবার প্রেমিক গাজু সোমবার সকালে গ্রামে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রেমিকা কুতুবাকে তুলে নিয়ে চারচাকা গাড়ি নিয়ে পালানোর সময় পথ আটকায় বাবা কুদ্দুস। অভিযোগ, কুদ্দুসকে গাড়ি চাপা দিয়ে খুন করে।
আরও পড়ুন: প্রেমের বাধা, বাবাকে গাড়িতে পিষে খুনের অভিযোগ মেয়ে ও প্রেমিকের
দেখুন আরও অন্যান্য খবর: