মাধবপুর: পঞ্চয়েতে বোর্ড (Panchayat Board) গঠনকে ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার (Mandirbazar)। আগের থেকে সব ঠিক থাকলেও বৃহস্পতিবার আচমকাই বোর্ড গঠনে স্থগিতাদেশ দেন বিডিও। বিজ্ঞপ্তি জারি করে তিনি জানিয়ে দেন, এখনই বোর্ড গঠন হচ্ছে না। তাতেই আগুনে ঘি পড়ে । বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) দলবল নিয়ে চলে আসেন মন্দিরবাজারে। বিজ্ঞপ্তি প্রত্যাহারে দাবিতে তিনি সতীর্থদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাল্টা বিক্ষোভে নামে তৃণমূলও। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
মন্দিরবাজার থানার কৃষ্ণপুর অঞ্চলে বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন ধার্য ছিল। সেইমতো বিজেপি সকাল থেকে প্রস্তুত ছিল। কিন্তু আচমকাই বিডিওর বিজ্ঞপ্তি দিয়ে জানান, বোর্ড গঠন সম্ভব নয়। তারপরই বিজেপি নড়েচড়ে বসে। বিজেপির দাবি, এই পঞ্চায়েতে সংগ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূল এবং প্রশাসন তাদের বোর্ড গড়তে না দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অগ্নিমিত্রার অভিযোগ, বিডিও শাসকদের দলদাস হয়ে কাজ করছেন।
আরও পড়ুন: হাইকোর্টে স্বস্তি মানিকের, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের
কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৯। এর মধ্যে বিজেপি ১০টি, তৃণমূল ৫টি, আইএসএফ ৩টি এবং নির্দল একটি আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে এই পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা ১১। এরমধ্যে বিজেপির দুই সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত সেই মামলায় দুদিনের স্থগিতাদেশ দিয়েছে। বিজেপির অভিযোগ, ইচ্ছা করে সময় নষ্ট করছে প্রশাসন। ওউ দুজনকে গ্রেফতার করলে বিজেপি আর বোর্ড গঠন করতে পারবে না। সেই কারণেই অদিন বোর্ড গঠনে নিষেধাজ্ঞা জারি করেছেন বিডিও। এমনটাই দাবি অগ্নিমিত্রার।
সেই খবর পেয়েই ঘটনাস্থলে আসেন অগ্নিমিত্রা। পুলিশ তাঁকেও রাস্তার উপরে আটকে দেয়। বিজেপিনেত্রী রাস্তাতেই বসে পড়েন। তিনি বলেন, যতক্ষণ না বোর্ড গঠন হচ্ছে ততক্ষণ এই অবস্থান-বিক্ষোভ চলবে। প্রশাসনের দাবি, পর্যাপ্ত পুলিশ নেই বলেই বোর্ড পিছিয়ে দেওয়া হয়েছে।