পূর্বস্থলী: বেহাল অবস্থা রাস্তার। সেই রাস্তা মেরামত না হলে পঞ্চায়েত ভোট দেবে না বলে হুঁশিয়ারি পোস্টার গ্রামবাসীদের। সোমবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের জাহাননগরের গোলারহাট ভাগার গ্রামে এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলারহাট ভাগার বাজার থেকে নিমতলা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। আর সেই কারণেই গ্রামবাসীদের তরফে ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় পড়ল পোস্টার। গোলারহাটের বিভিন্ন জায়গায় এমনই পোস্টার দেখা গিয়েছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তার বেহাল অবস্থা। স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিসে দরবার করেও কোনও ফল হয়নি।
স্থানীয় দুটি ক্লাব কিছুদিন আগে ঘেঁষ ফেলে রাস্তা চলার উপযুক্ত করা হয়। কিন্তু ফের খারাপ হয়ে যায় সেই রাস্তা। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সারাই না হলে গ্রামবাসীরা কেউ ভোট দেবে না। এমনই দাবিতে পোস্টার পড়েছে গোলারহাট জুড়ে। পোস্টারে লেখা গোটা বিষয়টি সমর্থন জানিয়েছেন গ্রামবাসীরা। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে সেই বিষয়টি এদিন স্পষ্ট হয়নি। যদিও পোস্টারের তলায় সৌজন্যে ‘গ্রামবাসীবৃন্দ’ কথাটি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:Bypolls in Six States: তেলেঙ্গনা, বিহার সহ ৬ রাজ্যে ৭টি বিধানসভার উপনির্বাচনে সম্মান বাঁচবে বিজেপির?
এ বিষয়ে পূর্বস্থলী এক নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি দিলিপ মল্লিক বলেন, ভোট বয়কটের পোস্টার গ্রামবাসীরা লাগায়নি। এর পিছনে রয়েছে বিজেপির চক্রান্ত। রাস্তাটি অ্যাকশন প্ল্যানে ধরাও রয়েছে। এটি একটি পদ্ধতিগত বিষয়। খুব শিগগিরই রাস্তা সংস্কার করা হবে।
অন্যদিকে বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, ভোট বয়কট কোনও সমস্যার সমাধান নয়। আমরা আবেদন জানাব পঞ্চায়েতে ভোট দিয়ে বিজেপিকে নিয়ে আসুন। সমস্ত রাস্তার উন্নয়ন ঘটবে।