শিলিগুড়ি: দার্জিলিং জেলার শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তে (Indo-Nepal border of Siliguri) এসএসবি পানিট্যাঙ্কিতে জাল পরিচয়পত্র সহ এক চীনা নাগরিককে আটক (Chinese Youth Arrest Siliguri) করল পুলিশ। ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে নিরাপত্তায় থাকা এসএসবির ৪১ ব্যাটালিয়নের ‘সি’ কোয়ের বর্ডার ইন্টারঅ্যাকশন টিম গতকাল সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির নতুন ব্রিজে ওই চীনা নাগরিককে আটক করে। এসএসবির নিয়মিত তল্লাশির সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। সূত্রের খবর, ওই ব্যক্তির নথিতে অসঙ্গতি মেলায় এসএসবির জওয়ানদের সন্দেহ হয়। এরপরেই শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ করা এবং সমস্ত নথি যাচাই করা। নথিপত্র তল্লাশি ও যাচাইয়ের পর তাকে আটক করা হয়েছে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি জাল নেপালি নাগরিকত্বের কার্ডও। দুটি ভিন্ন নামে জারি করা দুটি সুইস পাসপোর্ট। একটি পাসপোর্টে রয়েছে খামরিতশাং সেতেন গুরমে নাম। অপর পাসপোর্টে রয়েছে সেঙ্গেইতসাং কর্মা জিমি নাম। এই বিষয়টি সবচেয়ে বড় সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় এসএসবির কাছে। এক ব্যক্তির দুই নামে দুটি কেন পাসপোর্ট! এরপর এস এস বি তাকে আটক করে। চীনা নাগরিকের কাছে নেপালের কার্ড সন্দেহ জাগিয়েছে এসএসবিকে। বিষয়টি সংবেদনশীল ও সন্দেহজনক হওয়ায় এসএসবির গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগ ওই ব্যক্তিকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে সমস্ত তথ্য জোগাড় করে অবশেষে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। আজ তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশ, ফের গ্রেফতার ৭ বাংলাদেশি
বাংলাদেশের অশান্তির পর থেকে সীমান্তে সতর্ক বিএসএফ, এসএসবি। বেশ কয়েক মাস আগেও দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতরা চরবৃত্তির সঙ্গে জড়িয়ে, তেমনই প্রাথমিক অনুমান করেছিলেন তদন্তকারীরা।শিলিগুড়ি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে নিরাপত্তায় থাকা এসএসবির ৪১ ব্যাটালিয়নের ‘সি’ কোরের বর্ডার ইন্টারঅ্যাকশন টিম নতুন ব্রিজ থেকে এক চিনা নাগরিককে আটক করে।
অন্য খবর দেখুন