নয়াদিল্লি: যন্তরমন্তরের সামনে কুস্তিগিরদের প্রতিবাদ ঘিরে দ্বন্দ্ব বেধে গেল প্রাক্তন ও বর্তমানদের মধ্যে। কুস্তি ফ্রেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন দেশেরে তাবড় তাবড় কুস্তিগিররা। মহিলা কুস্তিগিরদের এমন গুরুতর অভিযোগে পাশে দাঁড়িয়েচটেন বজরং পুনিয়াদের মতো খেলোয়াড়রা। তবে তাঁদের পাশে না দাঁড়িয়ে কুস্তিগিরদের ধরনা যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ভারতের অলিম্পিক্স সংস্থার প্রধান তথা প্রাক্তন দৌড়বিদ পিটি ঊষা। প্রতিবাদ নিয়ে তাঁর মতামত, রাস্তায় নেমে খেলোয়াড়দের প্রতিবাদ করা উচিত হয়নি। কমটির রিপোর্ট পাওয়ার অপেক্ষা করা উচিত ছিল প্রতিবাদীদের। কুস্তিগিরদের প্রতিবাদে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
পিটি ঊষার এমন মন্তব্যেই ক্ষুব্ধ প্রতিবাদী কুস্তিগিররা। তারকা কুস্তিগির বজরং পুনিয়া এপসঙ্গে বলেন, একজন মহিলা হয়েও, মহিলা ক্রীড়াবিদদের ব্যথা বুঝতে পারেন না তিনি। তাঁর সহকর্মী ন্যায়বিচার পাওয়া না পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানান পুনিয়া। এদিকে, প্রাক্তন দৌড়বিদের এমন মন্তব্যে রাজনৈতিক মহলেও সমালোচনার ঝড়। উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চর্তুবেদী বিষয়টি নিয়ে সরব হন। টুইটে তিনি লেখেন, আমাদের উচত দেশেরে মহিলা ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো। আমারা এই অভিযোগ করতে পারি না যে, তাঁরা দেশের সম্মানহানি করছেন। এই ক্রীড়াবিদরাই দেশের হয়ে পদক জিতে আমাদের সম্মানিত করেন।
আরও পড়ুন: Filmfare Awards 2023 | Salman Khan | Gangubai Kathiawadi | ফিল্মফেয়ারে সেরা কারা?
টুইট করে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। তিনি লেখেন, এতবছর ধরে কুস্তি ফেডারেশনের সভাপতি থাকা শাসক দলের সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কোনও পদক্ষেপ নেয়নি দিল্লি পুলিশ। এতে কী দেশের থেকে গোলাপের সুগন্ধ বেরচ্ছে? প্রশ্ন তোলেন মহুয়া। তাঁর পরামর্শ, হামাগুড়ি দেবেন না।
উল্লেখ্য, কুস্তিগীরদের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অনুরাগ ঠাকুর। অন্যায়ের সঙ্গে আপস করা হবে না বলেও জানিয়েছেনস তিনি। পাশাপাশি প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন তরকা নীরজ চোপড়া। তাঁর টুইট, ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে ক্রীড়াবিদদের প্রতিবাদ করতে দেখে আমি মর্মাহত। প্রত্যেক ব্যক্তির অখণ্ডতা ও মর্যাদা রক্ষা করার জন্য আমরা দায়বদ্ধ। ঘটানয় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেবও।