কলকাতা: পুষ্টি সচেতনতা প্রচারে সকলের অংশগ্রহণ করার আবেদন জানালেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আশা, এই অভিযানের আওতায় দেশ থেকে অপুষ্টি দূরীকরণে ব্যাপক কাজ করা হবে। প্রধানমন্ত্রী মোদির কথায়, “আমি আপনাদের সকলকে আগামী মাসে অপুষ্টি দূর করার প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রকল্প সমগ্র প্রকল্পের লক্ষ্য অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা। এর অধীনে, দেশের ৯০ শতাংশেরও বেশি শিশুর অপুষ্টি দূর হয়েছে। অপুষ্টির বিষয়ে সচেতনতা বাড়াতে একটি প্রচার চালানো হচ্ছে। অসমে একটি আকর্ষণীয় প্রকল্প সামনে আনা হয়েছে, এর অধীনে অপুষ্টির বিরুদ্ধে লড়াই অভিযান জোরদার করা হয়েছে।”
এ দিন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, জলজীবন মিশনের কথাই ধরা যাক! ভারতকে অপুষ্টিমুক্ত করতেও এই মিশন সারা দেশে বড় প্রভাব ফেলতে চলেছে। দেশের লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীকে মোবাইল ডিভাইস দেওয়া থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি পরিষেবার অ্যাক্সেসিবিলিটি নিরীক্ষণের জন্য নিউট্রিশন ট্র্যাকার অ্যাপের সুবিধা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশে অপুষ্টির বিরুদ্ধে অনেক কাজ করা হচ্ছে। প্রযুক্তির উন্নত ব্যবহার এবং জনগণের অংশগ্রহণও পুষ্টি প্রচারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অপুষ্টির বিষয়ে সচেতনতা বাড়াতে ঝাড়খণ্ডেও একটি বড় অভিযান চলছে। আমি আপনাদের সকলকে, বিশেষ করে আমার তরুণ বন্ধুদের অনুরোধ করছি, অমৃত সরোবর অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং জল সংরক্ষণ ও জল সংরক্ষণের এই প্রচেষ্টাকে পূর্ণ শক্তি দিন, এগিয়ে নিয়ে যান আপনার দেশকে।