Sunday, August 17, 2025
HomeরাজনীতিBy election 2021 : চারে চার, দুই কেন্দ্র ছিনিয়ে উপ-নির্বাচনের সবুজ আবিরে...

By election 2021 : চারে চার, দুই কেন্দ্র ছিনিয়ে উপ-নির্বাচনের সবুজ আবিরে ঢেকে গেল গেরুয়া

Follow Us :

কলকাতা : আজ চার কেন্দ্রের ভোট গণনা। নজরে শান্তিপুর, দিনহাটা, গোসাবা, খড়দা।  সকাল ৮ টায় শুরু হয়ে গেছে চার কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। গোসাবায় ২৫ টেবিলে ১৬ রাউন্ড। খড়দায় ২২ টেবিলে ১৬ রাউন্ড ভোট গণনা। দিনহাটায় ২২ টেবিলে ১৯ রাউন্ড। শান্তিপুরে ২১ টেবিলে ১৭ রাউন্ড গণনা ।গণনা কেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত লাগু থাকছে ১৪৪ ধারা। কোভিড বিধি মেনেই গণনার যাবতীয় কাজ করছেন গণনা কর্মী এবং রাজনৈতিক দলগুলির কাউন্টিং এজেন্টরা।

দুপুর ২.৫০ : শান্তিপুরের ৬৩ হাজার ৮৯২ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী 

দুপুর ২.০৩ : শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৫৯ হাজার ৫৬৭ ভোটে এগিয়ে।

দুপুর ১.৪৫ :  গণনা শেষ ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়  খড়দহের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়ের।

দুপুর ১.৩৫ : ১৪ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৫০ হাজার ৮৭৮ ভোটে এগিয়ে।

দুপুর ১.১৪ : শান্তিপুরে ১৩ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী  ব্রজকিশোর গোস্বামী ৪৫ হাজার ৯৮৭ ভোটে এগিয়ে।

দুপুর ১.০৫ : বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর, লিখলেন, ‘বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন!’

দুপুর ১২.৫১ : ১২ রাউন্ড গণনার পর খড়দহের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় ৭০ হাজার ৮০ ভোটে এগিয়ে।

দুপুর ১২.৩৭ : গণনা শেষ। ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে জিতলেন দিনহাটার উদয়ন গুহ।

দুপুর ১২.৩৫ : দশম রাউন্ডে ৫৩ হাজার ৫২৪ ভোটে এগিয়ে খড়দহের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়।

দুপুর ১২.৩৩ : আর এক রাউন্ড গণনা বাকি। ১৮ রাউন্ডের গণনার শেষে ১ লক্ষ ৫৫ হাজার ৮৩৭ ভোটে এগিয়ে উদয়ন গুহ। 

দুপুর ১২.৩০ : দশম রাউন্ডে শেষে শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৩১ হাজার ৬৭ ভোটে এগিয়ে।

দুপুর ১২.০৯ : নবম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ২৮ হাজার ৬০৬ ভোটে এগিয়ে।

দুপুর ১২.০৪ : খড়দহে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় ৪৬ হাজার ৭২৮ ভোট পেয়েছেন নবম রাউন্ডে।

দুপুর ১২.০০ : গোসাবায় রেকর্ড ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল।

সকাল ১১.৫২ : চোদ্দ রাউন্ড গণনা শেষ দিনহাটায়, ১ লক্ষ ২২ হাজার ৭৫৮ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 

সকাল ১১.৪৯ :  খড়দহে ৩৮ হাজার ৯৭৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়।

সকাল ১১.৪৫ : গোসাবায় পনেরো রাউন্ড গননার পর তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১ লক্ষ ৫১ হাজার ৪৫২ ভোট পেয়েছেন।

সকাল ১১.৪০ : তেরো রাউন্ড গণনার শেষে দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ ১ লক্ষ ২৯ হাজার ৮৮০ ভোট পেয়েছেন। 

সকাল ১১.৩০: চোদ্দ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ২২৬ ভোট। 

সকাল ১১.১৫ : হাজার হাজার ভোটে পিছিয়ে পড়ছেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। বারো রাউন্ডের শেষে ১ লক্ষ ১৫ হাজার ৯ ভোটে এগিয়ে রয়েছেন দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ।

সকাল ১১.০৫ : শান্তিপুর উপনির্বাচনে ষষ্ঠ রাউন্ডের শেষ ১৮ হাজার ৮৩৭ ভোটে এগিয়ে তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী।

সকাল  ১০.৪৩ : ১১ রাউন্ডের গননা শেষে গোসাবায় তৃণমূল এগিয়ে।  ৯১  হাজার ৬৪ টি ভোটে লিড  প্রার্থী সুব্রত মণ্ডলের।  

সকাল ১০.৪০: নবম রাউন্ড শেষ দিনহাটায়। ৭১ হাজার ৬৭৫ ভোটে এগিয়ে  উদয়ন গুহ। 

সকাল  ১০.৩৭ :নবম রাউন্ড গননার পর ৮২ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে যাচ্ছেন গোসাবা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।  

সকাল ১০.৩৪:  খড়দহের চতুর্থ রাউন্ড গননার শেষে ১৮ হাজার ৬৮ ভোটে  এগিয়ে শোভনদেব। 

সকাল ১০. ৩৩:অষ্টম রাউন্ড গননার পর ৭৬ হাজার ৯৩৯  ভোটে গোসাবায় এগিয়ে তৃণমূল প্রার্থী  

সকাল ১০.২৭ :অষ্টম রাউন্ড শেষে ৬২ হাজার ৮৪৭ ভোটে  দিনহাটায় এগিয়ে তৃণমূল।   

সকাল ১০. ২৬:  শান্তিপুরে ৯ হাজার ৮ টি ভোটে এগিয়ে ব্রজকিশোর। পিছিয়ে  বিজেপি, কংগ্রেস। 

সকাল  ১০.২২ :সপ্তম রাউন্ড গননার পর গোসাবায়  ৬৮ হাজার ৬৭৪ভোটে এগিয়ে  তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। 

সকাল ১০ ২০ঃ  সপ্তম রাউন্ড শেষে  দিনহাটায়  ৫৪ হাজার ৩৩ ভোটে এগিয়ে উদয়ন গুহ। 

সকাল  ১০.১৬ :তৃতীয় রাউন্ডের শেষে  শান্তিপুরে এগিয়ে  তৃণমূল। ৯  হাজার ৮ টি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।    

সকাল ১০.১১: ষষ্ঠ রাউন্ড গননার পর  গোসাবায় তৃণমূল প্রার্থী এগিয়ে ৬০ হাজার ৪৫৪ভোটে । 

সকাল  ১০.০৯ : তৃতীয় রাউন্ডের শেষে ১২ হাজার ৮২৫  ভোটে খড়দহে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় । দ্বিতীয় স্থানে বিজেপির দেবজ্যোতি । 

সকাল ১০:00 : পঞ্চম রাউন্ড গননা শেষ  গোসাবায়। তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ৫৫ হাজার ৫৬৪ ভোট । বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৭৯১ ভোট । তৃণমূল প্রার্থী এগিয়ে ৫১ হজার ৭৭৩ ভোটে।  

সকাল ৯.৫৬:  পঞ্চম রাউন্ড শেষে গোসাবায় ৫১ হাজার ৭৭৩ ভোটে এগিয়ে  তৃণমূল।             

সকাল ৯.৫০: দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে শান্তিপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ৬ হাজার ৯৯৩ ভোটে এগিয়ে

সকাল ৯.৪৬: ষষ্ঠ রাউন্ড শেষে দিনহাটায় ৪৬ হাজার ৯২৯ ভোটে এগিয়ে উদয়ন গুহ। 

সকাল ৯.৪৪: চতুর্থ রাউন্ড গননার পর তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল  এগিয়ে ৪২৫৬৬ ভোটে এগিয়।    

সকাল ৯.৩৬:  পঞ্চম রাউন্ড শেষে দিনহাটায় ৩৮ হাজার ১১২ ভোটে এগিয়ে তৃণমূল  

সকাল ৯.৩৫ : শুরু হল শান্তিপুরে ভোট গণনা। প্রথম রাউন্ড শেষে ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।    

সকাল ৯.২২: দ্বিতীয় রাউন্ড শেষ গোসাবায়। ২০ হাজার ৪৭৫  ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল ।  

সকাল   ৯.১৮: চতুর্থ রাউন্ড শেষে দিনহাটায় এগিয়ে তৃণমূল। ২৯ হাজার ৬৫৮ ভোটে এগিয়ে উদয়ন গুহ। পিছিয়ে বিজেপি।    

সকাল ৯.0৯:  দিনহাটায় তৃতীয় রাউন্ডের গণনা শেষ। ২১ হাজার ৪৭৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ।  

সকাল ৯.০৩: খড়দহে  প্রথম  রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল।  ৬ হাজার ৭১০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। 

সকাল ৮.৫৪: দিনহাটায় শুরু হল দ্বিতীয় রাউন্ড গণনা।  দ্বিতীয় রাউন্ড শেষেও ১৪ হাজার ৬৬৬ ভোটে  এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ।  

সকাল ৮. ৫১:  প্রথম রাউন্ড শেষে গোসাবায় ৯ হাজার ১০৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল। 

সকাল ৮.৩৭:  দিনহাটা বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল। পোস্টাল ব্যালটে ৭হাজার ৬৫২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ।

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36