Tuesday, August 5, 2025
Homeজেলার খবরPurnendu Basu: পঞ্চায়েতেও রাম-বাম জোট হতে পারে, কোন্দল ভুলে কর্মীদের এক হওয়ার...

Purnendu Basu: পঞ্চায়েতেও রাম-বাম জোট হতে পারে, কোন্দল ভুলে কর্মীদের এক হওয়ার আহ্বান পূর্ণেন্দুর

Follow Us :

দাঁতন: নিজেদের মধ্যে বাগবিতাণ্ডা না করে, গোষ্ঠীকোন্দল ভুলে বাম-রাম যৌথ বাহিনীর শক্তিকে হারাতে হবে বলে বার্তা তৃণমূলের রাজ্য নেতা এবং প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। শুক্রবার দাঁতনের কিষাণ খেত মজদুরের কর্মিসভায় এই মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে পূর্ণেন্দু বসু বলেন, দাঁতন যেমন একটা সু-সংগঠিত জায়গা তেমনি অন্যজায়গা গুলিকেও সু-সংগঠিত করে ফেলি। নিজেদের মধ্যে কোনও বাগবিতোণ্ডা দলীয় কোন্দল কোথাও যেন আর না থাকে। সামনে পঞ্চায়েত নির্বাচন শুধু নয় আবার বিধানসভা নির্বাচনে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, লড়তে হবে। আক্রমণ বহুমুখী। 

তিনি আরও বলেন একটা ,মবায় সমিতি দখল করার জন্য রাম এবং বাম এক হয়ে গেল। আগে ছিল গোপনে, এবার সেটা প্রকাশ্যে চলে এল। এই যৌথ শক্তিকে হারাতেই হবে। যারা যৌথবাহিনীর হয়ে কাজ করবে, তাদের হারাতে হবে, সেই প্রস্তুতি আমাদের চাই। বামফ্রন্ট ৩৪ বছর আমাদের রাজ্যকে শেষ করে দিয়ে গিয়েছে। এবারে বিজেপি যাতে শক্তিশালী হয় তার জন্য এরা কাজ করছে।

আরও পড়ুন:High Court: ১৪ নভেম্বর বিজেপিকে চেতলা পার্ক পর্যন্ত মিছিলের অনুমতি দিল হাইকোর্ট

গতকালই মেদিনীপুর সদরের বিধায়ক জুন মালিয়া চাঁদড়ার এক কর্মিসভায় গোষ্ঠীবাজি বন্ধ করার আর্জি জানান।। তিনি বলেন, অনেক হয়েছে, আর নয়। যারা গোষ্ঠীবাজি, ঝগড়া করবেন তাদের কিন্তু আর তৃণমূলে স্থান হবে না। নেতার পরিবারের লোকজন পঞ্চায়েতে টিকিট পাবেন, আর নেতা ছড়ি ঘোরাবেন, এসব চলবে না। নদিয়ায় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী পরিস্কার বলে দিয়েছেন, গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে তৃণমূলে থাকা যাবে না। সেটা যেন সকলের মনে থাকে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39