Sunday, August 3, 2025
Homeরাজ্যশান্তিনিকেতনকে বাঁচান, রাষ্ট্রপতিকে চিঠি

শান্তিনিকেতনকে বাঁচান, রাষ্ট্রপতিকে চিঠি

রাস্তায় ভারী যান চলাচল নিষিদ্ধ করা হোক

Follow Us :

সিউড়ি: শান্তিনিকেতন (Santiniketan) বিশ্ব ঐতিহ্য স্থান। বিশ্বকবির প্রতিষ্ঠানকে রক্ষা করুন। ধ্বংসের হাত থেকে বাঁচান। ভারতের রাষ্ট্রপতিকে (President) চিঠি বিশ্বভারতীর (Visva Bharati)। প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও একই আবেদন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

চলতি বছর ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের এই প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। এই মর্মে এবার বিশ্বভারতীর পরিদর্শক তথা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠিতে অনুরোধ এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর। রাষ্ট্রপতির পাশাপাশি এই চিঠির কপি দেওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকেও।

আরও পড়ুন: চেয়ারম্যানের বাড়িতে সাড়ে ছয় ঘণ্টা তল্লাশি

বিশ্বভারতী কর্তৃপক্ষ চিঠিতে উল্লেখ করেছেন, শান্তিনিকেতনের পোস্ট অফিস মোড় থেকে কালিসায়ের পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা রাজ্য সরকারের অধীনে। রাস্তার দুই পাশে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শতাব্দী প্রাচীন বাড়ি ও গুণী শিল্পীদের ভাস্কর্য রয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ সুপারিশ করেছে, এই রাস্তায় ভারী যানবাহন চললে বাড়ি ও ভাস্কর্যগুলি ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না।

বর্তমানে শান্তিনিকেতনের ওই সাড়ে তিন কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণে রয়েছে রাজ্য সরকার। রাস্তায় প্রতিনিয়ত ভারী যানবাহন দাপাদাপি করছে। যেকোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে ঐতিহ্যমণ্ডিত স্থানগুলি। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাস্তা ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো সত্বেও কোন সদুত্তর মেলেনি। তাই আপনারা এই বিষয়টি হস্তক্ষেপ করুন। এবং ঐতিহ্যমানের প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39