কলকাতা: শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক। গোটা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে ওই একজন মাত্র শিক্ষককে। অন্যদিকে, কলকাতার রাস্তায় শিক্ষক-শিক্ষিকারা নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে বসে। স্কুলে নেই শিক্ষক। তাই শিক্ষকের অভাবেই বর্তমানে পঠনপাঠন শিকেই উঠেছে। সঠিকভাবে একজন শিক্ষক স্কুলে পঠনপাঠন করাতে ব্যর্থ হচ্ছেন। ঘটনাটি নদিয়ার (Nadia) মাজদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ব্রম্ভডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের (Local News)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আসার আগেই দুর্গাপুরে সভাস্থলে আগুন
একা হাতেই স্কুলের সমস্ত কাজ সামাল দিয়ে করাতে হচ্ছে ছাত্রদের পঠনপাঠন। দিনের পর দিন একা স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক সুমিত বিশ্বাসকে। মিড ডে মিলের কাজ থেকে একহাতে সামাল দিতে হচ্ছে স্কুলের যাবতীয় কাজ। পঠন-পাঠন সঠিকভাবে করাতে পারছেন না, এমনই জানালেন স্কুলের শিক্ষক। বারংবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত শিক্ষা দফতরের তরফ থেকে স্কুলে নিয়োগ করা হয়নি নতুন করে কোনও শিক্ষককেই।
শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছে স্কুলের পঠনপাঠন। এক ক্লাসরুমে শিক্ষক ক্লাস নিতে গেলে অন্য ক্লাসের ছাত্র-ছাত্রীরা হইহুল্লোড় ও খেলায় মত্ত থাকে। শিক্ষার মান ক্রমশই খারাপের পথে। ছোট ছোট ছাত্র-ছাত্রী ভবিষ্যৎ নিয়ে এখন অথৈ জলে অভিভাবকরা। এ বিষয়ে কোনও রকম সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করছে না শিক্ষা দফতর। এখন দেখার কবেই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করে এবং ওই স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগ করে।
দেখুন আরও খবর: