খেজুরি: বৃহস্পতিবার বোর্ড গঠন নিয়ে রণক্ষেত্রে চেহারা নেয় পূর্ব মেদিনীপুর। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরেই উত্তাল হয়ে ওঠে খেজুরি (Khejuri Purba Medinipur)। এদিন দুপুরে পরপর গুলির শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় নামানো বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহত আহত ৮ পুলিশকর্মী।
খেজুরি দু নম্বর ব্লকের নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বৃহস্পতিবার থেকেই বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির কাছে রয়েছে ১৬টি ও তৃণমূলের হাতে রয়েছে ১২টি আসন। অভিযোগ ওঠে, তৃণমূলের জয়ী প্রার্থীদের পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয়নি। দু পক্ষের মধ্যে বচসা বাধে। ঘটনাস্থলে যায় পুলিশ। ৮ পুলিশ কর্মী ছাড়াও দু পক্ষের আরও চারজন আহত হয়েছেন। আক্রান্ত হন তালপাটি কোস্টাল থানার ওসি বুদ্ধদেব মাল, ভূপতিনগর সি আই সুবীর পাল। তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: মন্দিরবাজারে আচমকা বোর্ড গঠন স্থগিত, অবরোধে বিজেপি
হাতে লাঠি, বাঁশ নিয়ে সংঘর্ষে নামে দু’দলের কর্মী সমর্থকরা। একের পর এক গুলি ও বোমার শব্দে কাঁপে ওঠে এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। আতঙ্কে স্থানীয়রা।
উল্লেখ্য, পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) গঠন ঘিরে জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবারও একাধিক জেলায় শাসকদল এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মারামারিতে ইটপাটকেল ছোঁড়া থেকে শুরু করে বোমাবাজি, মারধর এমনকী গোলাগুলি চলারও নভিযোগ উঠেছে। কোথাও আবার সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশও আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার বোর্ড গঠন নিয়ে উত্তেজনা ছড়ায় হুগলির ফুরফুরা শরিফ, দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার, মালদহের গাজোলে।