দক্ষিণ দিনাজপুর: ফের সীমন্তে পাচার। গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে পাচারের আগেই ১৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি থানার গয়েশপুর বিওপি এলাকায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিএসএফ।
বিএসএফ সূত্রের খবর, রবিবার সীমান্তে কর্তব্যরত ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এক অভিযান নামে। সেই অভিযান চালিয়ে একটি জার উদ্ধার করেছে। ওই জারের মধ্যে তরল আকারে রয়েছে সাপের বিষ। উদ্ধার বিষ বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফ সূত্রের খবর। ওই জার ভর্তি বিষের বাজার মূল্য আনুমানিক ১৩ কোটি টাকা বলে জানা গিয়েছে। কিন্তু এত বিষ কোথা থেকে এল, কে বা কারা এই বেআইনিভাবে পাচার করছিল, তার তদন্ত নেমেছে বিএসএফ। তবে অভিযান চলাকলীন কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী। তবে এর পিছনে কারা যুক্ত রয়েছে তার খোঁজ শুরু করেছে সেনাবাহিনী।
আরও পড়ুন: Congress Joining | বসিরহাটে তৃণমূল-বিজেপিতে ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর
কয়েকদিন আগেই ভারতীয় আইসিপি পেট্রাপোলে নিযুক্ত বিএসএফ মহিলা জওয়ানরা গোপন তথ্য পায় যে, এক বাংলাদেশী নারী চোরাকারবারি সোনা নিয়ে টার্মিনারেল রাস্তা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করতে চলেছে। তার পরেই সন্দেহভাজন ওই মহিলা যখন টার্মিনালে পৌঁছয় তখন বিএসএফের মহিলা গার্ডরা তাকে আটকে তল্লাশি চালায়। তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২৭ টি বিভিন্ন ধরনের সোনার বার। সেগুলিকে সে কাপড়ে মুড়ে কোমরে বেঁধে রেখেছিল বলে বিএসএফ সূত্রে জানা যায়। তড়িঘড়ি ওই মহিলাকে আটক করে ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। সূত্রের খবর, আটক নারী পাচারকারীর নাম মানিকা ধর (৩৪)। তিনি বাংলাদেশর চট্টগ্রাম জেলার বাসিন্দা।