কলকাতা: দক্ষিণবঙ্গে (Southbengal) গরমে হাঁসফাঁস করছে মানুষ। ঠিক উল্টো দিকে উত্তরবঙ্গে (Northbengal) ১৬ বছর পর তুষারপাত (Snowfall) হচ্ছে সান্দাকফুতে (Sandakphu)। এটাই মরশুমের প্রথম তুষারপাত সান্দাকফুতে। গতকাল রাত থেকেই এই দৃশ্য দেখা গিয়েছে। আকাশ থেকে মিহি বরফ (Snow) পড়ছে। আর পর্যটকেরা (Tourist)সকাল থেকেই দৌড় দিচ্ছেন সান্দাকফুর উদ্দেশে।
শীত যখন প্রায় চলেই গিয়েছে,পারদ উর্ধমুখী, তুষারপাতের আশা যখন সবাই ছেড়েই দিয়েছে ঠিক তখনই প্রকৃতি সাদা চাদরে মুড়ে ফেললো উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা। তুষারপাত শুরু হয়েছে উত্তর ও পূর্ব সিকিমেও। এছাড়াও, উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু লেক বরফে ঢাকা। এই তুষারপাতের জন্য সিকিম প্রশাসনের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে বহু রাস্তা। যাতে পর্যটকেরা কোনও বিপদে না পড়েন। তুষারপাত শুরু হয়েছে উত্তর ও পূর্ব সিকিমেও। উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু লেক বরফে ঢাকা। ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটকদের জন্য নির্দেশিকা জারি।
অসময়ে এই বরফ দেখে বেজায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। এদিকে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা বরফের কথা শুনেই সান্দাকফু মুখী হয়েছেন। ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারির পর আবারও ফেব্রুয়ারিতে তুষারপাত সান্দাকফু।