Thursday, August 28, 2025
HomeScrollপাথর ছুড়ছে বাংলাদেশিরা! সুকদেবপুর সীমান্তে আহত BSF জওয়ান

পাথর ছুড়ছে বাংলাদেশিরা! সুকদেবপুর সীমান্তে আহত BSF জওয়ান

মালদহ: ফের অশান্ত ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border)। এবার সেই সুকদেবপুরেই (Sukdebpur Border) ছড়িয়ে পড়ল অশান্তি। জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে আচমকা পাথর ছোড়া হয় বাংলাদেশ (Bangladesh) থেকে। সেই দেশের বাসিন্দারা এই কাজ করেছেন বলে অভিযোগ তুলছেন মালদহ (Malda) জেলার এই সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

বাংলাদেশিদের ছোড়া পাথরে একজন বিএসএফ (BSF) জওয়ান জখম হয়েছে বলে খবর। আহত জওয়ানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি ফের উত্তপ্ত হয়েছে।

আরও পড়ুন: গোয়ালপোখর কাণ্ডে পুলিশের গুলিতে নিহত সাজ্জাক

উল্লেখ্য, আজকেই সীমান্ত সমস্যা নিয়ে সম্প্রতি একটি বৈঠক করে বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় কমান্ডের উচ্চ পর্যায়ের কর্তারা। এই বৈঠকে জওয়ানদের স্পষ্ট কিছু বার্তা দেওয়া হয়। জওয়ানদের জানানো হয়, অনুপ্রবেশের সময় যেন পালটা গুলি চালাতে পিছুপা না হয় তাঁরা। দেশের সঙ্গে কোনওরকমের আপস চলবে না বলে জানিয়ে দিয়েছেন বিএসএস কর্তারা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News